Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে ‘গোলাগুলিতে মাদক কারবারি’ নিহত

SS-coast-guard-040125
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির সময় এক ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে কোস্ট গার্ড।  

শনিবার ভোরে শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর গোলার চরে এ ঘটনা ঘটে বলে সন্ধ্যা ৬টার দিকে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে কিছু লোক মিয়ানমার থেকে নাফ নদীর গোলার চরে প্রবেশকালে তাদের থামতে সংকেত দেয় কোস্ট গার্ড সদস্যরা। কিন্তু নৌকাটি গতি বাড়িয়ে দ্রুত বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে। পরে কোস্ট গার্ড সদস্যরা ওই নৌকাকে পিছন থেকে তাড়া করে। এ সময় নৌকা থেকে কোস্ট গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় কোস্ট গার্ডও গুলি করে। পরে নৌকাটি আটক সম্ভব হয়। ওই নৌকা থেকে তিনটি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ১৬ জনের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোর চারটার দিকে কোস্ট গার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই ওই অজ্ঞাতনামা ব্যক্তি মারা যায়। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত