Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

ভোটের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চায়, তার ওপর : ড. ইউনূস

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রূপা হক শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। ছবি : পিআইডি
যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রূপা হক শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

রাজনৈতিক দলগুলো চায় দ্রুত নির্বাচনে, অভ্যুত্থানের ছাত্রনেতাদের জোর সংস্কারে। এই অবস্থায় জনগণ কী চায়, সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সফররত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য রূপা হক শনিবার দেখা করতে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। যমুনায় তার সঙ্গে আলাপে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলেন বলে বাসস জানিয়েছে।

আওয়ামী লীগের শাসনকালে তিনটি নির্বাচন নিয়ে ড. ইউনূস বলেন, “গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ছিল ভুয়া পার্লামেন্ট, ভুয়া এমপি, ভুয়া স্পিকার। জনগণের কণ্ঠস্বর জোর করে রুদ্ধ করা হয়েছিল। এখন জনগণ তার কণ্ঠস্বর ফিরে পেয়েছে।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগের দেড় দশকের শাসনের। তারপরই গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

ড. ইউনূসের এই সরকার দায়িত্ব নিয়েই অভ্যুত্থানে নেতৃত্বদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাওয়া অনুসারে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। তবে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি তুলেছে।

আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ইঙ্গিত এরই মধ্যে দিয়েছেন ড. ইউনূস। সেই নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসতে চেয়েছেন রূপা হক।

তিনি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দেখে উৎসাহিত বোধ করার কথা জানিয়েছেন বলে বাসস জানায়।  

রূপা হক যুক্তরাজ্যের পার্লামেন্টে লেবার পার্টির সদস্য। এই দলের সদস্য হয়ে পার্লামেন্টে রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকও। এবার তিনি লেবার পার্টির সরকারে সিটি মিনিস্টারের দায়িত্বেও রয়েছেন।

ড. ইউনূস বলেছেন, আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ হবে।

কবে নাগাদ নির্বাচন হবে- রূপা হক জানতে চাইলে ড. ইউনূস বলেন, নির্বাচনের সম্ভাব্য দুটি সময় হতে পারে। একটি ২০২৫ সালের ডিসেম্বর, অন্যটি ২০২৬ সালের মাঝামাঝি।

“নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায়, তার ওপর, বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ব্রিটিশ এমপি রূপা হককে জুলাই অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করেন। শেখ হাসিনার শাসনামলে কেমন দমননীতি চলত, তাও তুলে ধরেন তিনি।

যমুনায় বৈঠকে রূপা হকের সঙ্গে ঢাকায় যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যানও ছিলেন।

সিলেটে জন্ম নেওয়া রূপা হক এনিয়ে চতুর্থবার ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।

এবার তিনি বাংলাদেশ সফরে এসেছেন তার দেশের বাণিজ্য প্রতিনিধি দলের হয়ে। ওই প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদের সঙ্গে বৈঠক করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত