Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

শাহরুখ খানের স্ত্রী গৌরী কি ধর্মান্তরিত হয়েছিলেন?

Shahrukh_Gouri feature
[publishpress_authors_box]

কিছুদিন আগেই শাহরুখ খান, গৌরী খান এবং তাদের ছেলে আরিয়ানের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। দাবি করা হচ্ছিল, ছবিটি মক্কাতে তোলা।

লোকমুখে গুজব ছড়িয়ে পড়ে, শাহরুখ নাকি পরিবারের সবাইকে নিয়ে মক্কায় নববর্ষ উদযাপন করছেন। নেট দুনিয়ায় রটে যায় ৩৩ বছরের বিবাহিত জীবন পার করে, গৌরি এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছবিতে দেখা যায়, হিজাব পরে আছেন গৌরী। আর শাহরুখ ও আরিয়ান সাদা কুর্তায়।

তবে, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে ছবিটির কোন সত্যতা নেই। কারণ ছবিটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। যদি তাই হয়, তবে গৌরী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে যে গুজব ছড়িয়েছে, তার কোনও সত্যতাই নেই।

বলিউড বাদশাহ শাহরুখ এবং গৌরী বিয়ের পিড়িতে বসেন ১৯৯১ সালে। কিন্তু গৌরী হিন্দু হওয়ায় তার পরিবার দীর্ঘ কাল ধরেই এই বিয়ে মেনে নেননি। তবে একসময় তারা মেনে নিতে বাধ্য হন।

করণ জোহরের টকশো ‘কফি উইথ করণ’ এ গৌরী একবার জানিয়েছিলেন, তিনি এবং শাহরুখ একে অপরের ধর্মকে শ্রদ্ধা করেই সংসার করেন। আর প্রত্যেকে নিজ নিজ ধর্মই অনুসরণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত