ঢাকায় সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানান ডিএমপির সংবাদমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণ করে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দেবে।
কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে নিয়োগ দিতে পারবে।
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্যের অপসারণ দাবিতে প্রেসক্লাবের সামনে জড়ো হয়।
এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে আরেকটি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সচিবালয়ের মূল ফটকের সামনে গিয়ে সেটি টপকে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।