Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

থিকশানার হ্যাটট্রিকের ম্যাচে নায়ক রাচিন

হ্যাটট্রিক করেও শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি থিকশানা। ছবি : এক্স
হ্যাটট্রিক করেও শ্রীলঙ্কাকে জেতাতে পারেননি থিকশানা। ছবি : এক্স
[publishpress_authors_box]

বৃষ্টিতে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা হ্যামিল্টনে হলো ৩৭ ওভারের। সেই ম্যাচে ৩৫ ও ৩৭তম ওভার মিলিয়ে হ্যাটট্রিক করলেন মহীশ থিকশানা। তবে এর প্রভাব সেভাবে পড়েনি ম্যাচে। এর আগেই রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যানের ৯১ বলে ১১২ রানের দ্বিতীয় উইকেট জুটিতে বড় স্কোর পেয়ে গিয়েছিল কিউরা।

নিউজিল্যান্ডের ২৫৫ রানের জবাবে শ্রীলঙ্কা অলআউট ১৪২ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০’তে জিতল কিউইরা। প্রথম ম্যাচ তারা জিতেছিল ৯ উইকেটে। থিকশানার হ্যাটট্রিকের ম্যাচে ৬৩ বলে ৯ বাউন্ডারি  ১ছক্কায় ৭৯ করে ম্যাচ সেরার পুরস্কার পান রাচিন রবীন্দ্র। চ্যাপম্যান করেছিলেন ৫২ বলে ৬২।

৯১ বলে ১১২ রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। ছবি : ক্রিকইনফো

লঙ্কান অফ স্পিনার থিকশানা হ্যাটট্রিক করেছেন ৩৫তম ওভারের শেষ দুই বলে মিচেল স্যান্টনার ও নাথান স্মিথকে ফেরানোর পর ৩৭তম ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে আউট করে। এটা ২০২৫ সালের প্রথম হ্যাটট্রিক আর লঙ্কান বোলারদের মধ্যে ওয়ানডেতে সপ্তম হ্যাটট্রিক। ৮ ওভারে ৪৪ রানে ৪ উইকেট নেন তিনি।

জবাবে কামিন্দু মেন্ডিস ৬৬ বলে ৬৪ করলেও অন্যরা সঙ্গ দিতে না পারায় বিফলে যায় তার লড়াই। উইল ও’রুর্ক নেন ৩১ রানে ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৩৭ ওভারে ২৫৫/৯ (রবীন্দ্র ৭৯, চ্যাপম্যান ৬২, মিচেল ৩৮; থিকশানা ৪/৪৪, হাসারাঙ্গা ২/৩৯)। শ্রীলঙ্কা: ৩০.২ ওভারে  ১৪২ (কামিন্দু ৬৪, লিয়ানেগে ২২, চামিদু ১৭; ও’রুর্ক ৩/৩১, ডাফি ২/৩০)। ফল : নিউজিল্যান্ড ১১৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: রাচিন রবীন্দ্র।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত