বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে রাজপথ আটকে বিক্ষোভের চর্চা বন্ধ করা উচিত বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার মতে, নগরবাসীর দুর্ভোগের কথা মাথায় রেখে হলেও এ ধরনের কর্মসূচি থেকে সরে আসা প্রয়োজন।
বুধবার সকালে ঢাকার শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলে তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি-দাওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে। তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে। এতে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক হয়। ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয়। একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে।”
দাবি আদায়ে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করতেও সবার প্রতি অনুরোধ জানান তিনি।
ছিনতাই প্রতিরোধে নেওয়া ব্যবস্থাগুলোর কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও ছিনতাই প্রতিরোধে কাজ করতে নির্দেশনা দিয়েছি। তারা ছিনতাই প্রতিরোধে কাজ করছে। ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
তিনি বলেন, নগরবাসীকে নিরাপদ রাখতে ও কাঙ্ক্ষিত সেবা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। নগরবাসীকে ভালো রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ক্র্যাবের সঙ্গে ডিএমপির সম্পর্ক অত্যন্ত নিবিড় উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, “অতীতে ক্র্যাব যেভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহায়তা করেছে আগামীতেও এই সহায়তা অব্যাহত রাখবে বলে আশা করি। অনেক সময় কাজ করতে গিয়ে আমার সহকর্মীদের ভুল-ভ্রান্তি হয়ে যায়। ভুল ত্রুটি সংশোধন করে যাতে নগরবাসীকে তাদের প্রত্যাশিত সেবা দিতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই।” কোনও তথ্যের প্রয়োজন হলে তার বা তার সহকর্মীদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করতে ক্র্যাব সদস্যদের প্রতি অনুরোধ জানান তিনি।