Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

মেসি নয়, লামিন ইয়ামালের আইডল নেইমার

Lamin Yamala
[publishpress_authors_box]

লিওনেল মেসির ছবির জায়গায় যারা লামিন ইয়ামালকে বসাতে চলেছিলেন, তাদের জন্য বিরাট ধাক্কার খবর। ব্যাপারটি হলো লামিন মেসির ভক্ত নন, তার আদর্শ নেইমার। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ ‘ওয়ান্ডর বয়’ নিজেই জানিয়েছেন এমনটা।

এতদিন নিজের ফুটবল উত্থান নিয়ে অনেক কিছু বলেছেন লামিন। তবে কখনই প্রিয় ফুটবলারের নাম শোনা যায়নি তার মুখে। এবার নিজেই প্রকাশ করলেন এবং তাতে অবাক লামিন-মেসি সমর্থকরা।

ব্রাজিল তারকার প্রশংসায় ভিন্ন মাত্রা যোগ করেছেন লামিন। নেইমার তার চোখে “লিজেন্ড”। নেইমারের পায়ের ফুটবল যেমন স্প্যানিশ তরুণকে আকর্ষণ করেছে চুম্বকের মতো, তেমনি তার রুচিবোধে মুগ্ধতা ছড়ায় লামিনের মনে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে লামিন বলেছেন, “নেইমার সবসময়ই আমার আইডল। সে একজন তারকা, একজন লিজেন্ড।” নেইমারকে প্রথম দেখায় মনে ধরেছিল লামিনের, “যখন আমার ৫ বছর বয়স তখন সান্তোসে নেইমারকে প্রথম খেলতে দেখি এবং যখন সাত বছর তাকে ক্যাম্প ন্যুতে দেখে বিস্মিত হয়েছিলাম। মুহুর্তটি ছিল অবিশ্বাস্য!”

তাহলে এতদিন যে মেসির ছায়া তার মাঝে দেখা, মেসির স্মৃতিময় বার্সেলোনাতে খেলার কারণে সাবেক বিশ্বজয়ীর মতে ভাবা, সব কিছুর কি হবে! একেবারে হতাশ করেননি লামিন। মেসি ভক্তদের সান্ত্বনা বাক্য শোনালেন, “ক্যাম্প ন্যুতে নেইমারকে দেখার দিন অবশ্যই মেসিও ছিলেন। তিনিও অসাধারণ। কিন্তু নেইমার একদম অন্যরকম।”

১৭ বছর বয়সে জাতীয় দলের হয়ে ইউরো জিতেছেন লামিন। জাতীয় দলের এই সাফল্য তাকে ভবিষ্যত লিজেন্ডের পথে এগিয়ে দিয়েছে। তার সবকিছুই এখন তরুণদের কাছে অনুকরণীয়।

সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন লামিনের চুলের নতুন স্টাইল। সোনালী রংয়ের ছাট দেওয়া সেই স্টাইলটা আবার নেইমারের এক সময়ের চুলের স্টাইলকে অনুকরণ করা। তাতেও লামিনের কাছে মেসির চেয়ে নেইমারের প্রতি ভালো লাগাটা স্পষ্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত