Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল। ফাইল ছবি
২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল। ফাইল ছবি
[publishpress_authors_box]

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সাড়ে চার বছর পর শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ঠিক করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজহারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মামলাটি দ্রুত শুনানির জন্য বৃহস্পতিবার আবেদন করলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেছে।

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ২২ আগস্ট রাজধানীর মগবাজারের বাসা থেকে জামায়াত নেতা এটিএম আজহারকে গ্রেপ্তার করা হয়। পরের বছরের ১২ নভেম্বর মামলার অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং দুই অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পাঁচ বছর পর ২০১৯ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চের দেওয়া রায়েও তার মৃত্যুদণ্ড বহাল থাকে।

এরপর সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল।

মুক্তিযুদ্ধ চলাকালে এটিএম আজহারের নেতৃত্বে রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে ১৪শ’র বেশি মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতনের  ধর্ষণ, আটক ও গুরুতর জখম এবং বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছিল বলে এ মামলার বিচারে উঠে আসে।

জামায়াতের সাবেক নেতা আজহার একাত্তরে ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি এবং আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত