Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

টানা ২৪ বছর গোলের কীর্তি রোনালদোর, কোন সালে কত গোল

২০২৫ সালে প্রথম গোলের পর রোনালদো। ছবি : এক্স
২০২৫ সালে প্রথম গোলের পর রোনালদো। ছবি : এক্স
[publishpress_authors_box]

শুরুটা ২০০২ সালে। স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে প্রথম গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর থেকে সমৃদ্ধ হয়েই চলেছে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্যারিয়ার। বৃহস্পতিবার আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে ৩–১ ব্যবধানের জয়ে একবার লক্ষ্যভেদ করেন রোনালদো।

নতুন ইতিহাস হয়েছে তাতেই। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করলেন এই পর্তুগীজ কিংবদন্তি। ৪২ মিনিটে পেনাল্টি থেকে ২০২৫ সালে নিজের প্রথম গোল করে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘‘বছর শুরু করার সেরা উপায়।’’

রোনালদোর প্রতি বছরের গোলের তালিকা।

২০০২ সালে পেশাদার ক্যারিয়ারের প্রথম বছরে রোনালদো করেছিলেন ৫ গোল। পরের বছরই তিনি চলে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে ২০০৩ সালে গোল ছিল কেবল ১টি। এরপর থেকে নিজেকে ছাড়িয়ে যাওয়ার শুরু রোনালদোর। ২০০৪ সালে গোল করেন ১৩টি। ২০০৫ সালে ১৫ আর ২০০৬ সালে রোনালদোর গোল ২৫টি।

২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রোনালদো হয়ে ওঠেন গোল মেশিন। ২০১১ সালে ৬০টি, ২০১২ সালে ৬৩টি আর ২০১৩ সালে গোল করেন সর্বোচ্চ ৬৯টি। ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার বছরে গোল করেছিলেন ৪৯টি।

সবমিলিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোল এখন ৯১৭টি। ১০০০ গোলের জন্য বাকি আর ৮৩ গোল। এতটা পথ পাড়ি দিতে পারবেন রোনালদো?

রোনালদোর সঙ্গে ক্যারিয়ার জুড়ে দ্বৈরথ চলেছে লিওনেল মেসির। ২০০৫ সালে মেসি করেন পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল। রোনালদোর সমান টানা দুই যুগ গোল করতে তাকে খেলতে হবে ২০২৮ সাল পর্যন্ত। মেসি কী পেশাদার ক্যারিয়ারে থাকবেন এতদিন?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত