Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

খুলনার সাবেক কাউন্সিলরের খুনিরা পেশাদার, ধারণা পুলিশের

golam-tipu-khulna
[publishpress_authors_box]

কক্সবাজারের সমুদ্র সৈকতে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যায় অংশ নেওয়ারা পেশাদার খুনী।

কক্সবাজার সদর থানায় শুক্রবার দুপুরে নিহতের ভগ্নিপতি মো. ইউসুফ আলী সেফ এ মামলা করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন, নিহত গোলাম রব্বানী টিপু দীর্ঘদিন ধরে কক্সবাজারে মাছের ঘেরের ব্যবসা পরিচালনা করেন। গত ৮ জানুয়ারি ঢাকা থেকে তার কক্সবাজার আসার বিষয়টি বোন নুরজাহান বেগম হ্যাপীকে (বাদির স্ত্রী) অবহিত করেছিলেন। ৯ জানুয়ারি পুলিশের মাধ্যমে তারা গুলিতে হত্যার বিষয়টি জানতে পারেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনে খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে মোটরসাইকেলে করে এসে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলি মাথার এক পাশে দিয়ে অন্য পাশে চলে যায়।

গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটির দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মো. গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি।

জসিম উদ্দিন চৌধুরী জানান, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। হত্যায় অংশ নেওয়ারা পেশাদার খুনি বলে ধারণা করা হচ্ছে। তার স্বজনরাও বলেছেন, তার রাজনৈতিক এবং নিজ এলাকায় নির্বাচনী প্রতিপক্ষ রয়েছে। এমনকি হত্যার হুমকিও ছিল। ফলে বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।”

প্রাথমিক তথ্যে তিনি জানান, বৃহস্পতিবার সকালে কলাতলী এলাকার গোল্ডেন হিল হোটেল নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে সাবেক কাউন্সিলার গোলাম রব্বানী ও খুলনার সাবেক আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার টিপুর সাথে রুমি নামের এক নারীসহ হোটেলে উঠেন। পরে হোটেলে আসেন কক্সবাজারের টেকপাড়া এলাকার মেজবাহ হক ভূট্টো নামের আরেকজন। সন্ধ্যার পর ওই নারীকে সঙ্গে নিয়ে গোলাম রব্বানী হোটেল থেকে বের হন। পরে রাত ৯টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে ফুটপাতে তিনি দুর্বৃত্তদের গুলিতে মারা যান। ঘটনার পর দুইজনকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ হচ্ছে বলে শোনা যাচ্ছে। তবে সঙ্গে থাকা নারী পলাতক রয়েছেন। তাকে খোঁজা হচ্ছে।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, দুইজনকে হেফাজতে নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

তিনি বলেন, ঘটনা জানার পরই র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে হোটেল গোল্ডেন হিলের কক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার শেখ হাসান ইফতেখারকে এবং নিজবাড়ি থেকে ভূট্টোকে হেফাজতে নেওয়া হয়। হত্যার কারণ বের করার চেষ্টা চলছে।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি জানান, শুক্রবার বিকালে মরদেহ নিয়ে স্বজনরা খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত