Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

রহমতগঞ্জকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে মোহামেডান

এবারের লিগে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে মোহামেডান। ছবি: সংগৃহীত
এবারের লিগে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে মোহামেডান। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

পেশাদার ফুটবল লিগ শুরুর পর থেকে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। তবে কি অবশেষে ১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে? লিগের মাঝপথও হয়নি এখনও। তাই এত তাড়াতাড়ি বলা যাচ্ছে না মোহামেডান পেতে যাচ্ছে প্রিমিয়ার লিগের শিরোপা।

তবে এটা নিশ্চিত এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে যেভাবে ধারাবাহিকভাবে খেলছে সাদাকালো দলটি, তাতে শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে।

শুক্রবার সেই স্বপ্নযাত্রার পথে আরও খানিকটা এগিয়ে গেল মোহামেডান। প্রিমিয়ার লিগে শীর্ষ দুই দলের লড়াই ছিল এদিন। এই ম্যাচের আগে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল রহমতগঞ্জ। ১৮ পয়েন্ট পাওয়া মোহামেডান ছিল শীর্ষে।

মোহামেডান প্রথমবারের মতো লিগ জেতার স্বপ্ন দেখছে। ছবি: বাফুফে

ম্যাচটি জিতলে মোহামেডানকে ছুঁয়ে ফেলার সুযোগ পেত রহমতগঞ্জ। কিন্তু সেই সুযোগটা হাতছাড়া হয়েছে রহমতগঞ্জের। বরং রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে মোহামেডান। মোহামেডানের হয়ে ১টি করে গোল করেছেন রাজু আহমেদ, সোলেমান দিয়াবাতে ও ইম্যানুয়েল সানডে।

৭ ম্যাচে সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রইলো মোহামেডান। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রহমতগঞ্জ। এই জয়ে মোহামেডান যেন অন্য দলগুলোর আরও ধরাছোঁয়ার বাইরে চলে গেল।

শুধু তাই নয়, এই জয়ে আরেকটি প্রতিশোধও নেওয়া হলো মোহামেডানের। গত ১০ ডিসেম্বর ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হেরেছিল মোহামেডান। যে হারের জেরে শেষ পর্যন্ত ফেডারশন কাপ থেকেই ছিটকে পড়ে। সেই হারের বদলাও নিতে পেরেছেন মোহামেডান কোচ আলফাজ আহমেদ।

রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের বদলা নিল মোহামেডান।

মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বিরতির ঠিক আগে এগিয়ে যায় মোহামেডান। যোগ করা সময়ে মেহেদী হাসান মিঠুর ক্রসে মোহামেডানকে প্রথম এগিয়ে নেন রাজু আহমেদ জিসান। গোল শোধের দারুণ সুযোগ পায় রহমতগঞ্জ। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন নাবিব নেওয়াজ জীবন। ডান দিকে ঝাঁপিয়ে গোল বাঁচিয়ে দেন মোহাম্মদ সুজন।

৬৪ মিনিটে মোহামেডান ব্যবধান দ্বিগুণ করে দিয়াবাতের গোলে। ৬৭ মিনিটে ইমানুয়েল সানডে করেন ৩-০। ম্যাচ শেষের মিনিট তিনের আগে ম্যাচে ফেরার চেষ্টা করে রহমতগঞ্জ। স্যামুয়েল বোয়েটাং যদিও ব্যবধান কমাতেই পেরেছেন (৩-১)। এটি তার ১১তম লিগ গোল।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ময়মনসিংহে রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে পুলিশ এফসি ও ফর্টিসের মধ্যে ১-১ গোলে ড্র হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত