Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশে যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে এখন জ্যাকবসন

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
[publishpress_authors_box]

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে শার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) পদে যোগ দিয়েছেন ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

শনিবার থেকে তার এই পদের দায়িত্ব শুরু বলে দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিক মেগান বোল্ডিন ঢাকায় দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্বে পুনরায় যোগ দেওয়ার কথাও ওয়েবসাইটে বলা হয়েছে।

গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ঢাকা ছেড়ে যাওয়ার পর দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন হেলেন লাফেভ। গত নভেম্বরে তিনি এই পদ থেকে বিদায় নেন।

পিটার হাসের পর ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসা হচ্ছে না মিলির।

ফলে তার নিয়োগ চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গুরুত্বপূর্ণ সময়ে জ্যাকবসনকে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত করে পাঠাল ওয়াশিংটন।

পেশাদার কূটনীতিক জ্যাকবসন আগে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। জ্যাকবসন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংস্থা ব্যুরো অব নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্সে জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ছিলেন জ্যাকবসন। এর আগে ইথিওপিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।

যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রিধারী জ্যাকবসন এরপর একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি নেন।       

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জ্যাকবসনকে বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত করে, যার মধ্যে আছে সেক্রেটারি’স ডিসটিনগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড; অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম ‘ইব্রাহিম রুগোভা (কসোভো) এবং প্রেসিডেন্ট পদমর্যাদার দুটি পুরস্কার।

জ্যেষ্ঠ কূটনীতিকের দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন থাকাকালে ফরেন সার্ভিসের ভবিষ্যৎ রূপরেখা দাঁড় করাতে সহযোগিতা করেন জ্যাকবসন।

এছাড়া ওয়াশিংটন ডিসিতে ইউনাইটেড স্টেটস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপনির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, ছিলেন লাটভিয়ায় যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত পদেও।                

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত