সিরিজ অথবা ফিল্ম, ওটিটির বিশাল পৃথিবীতে নতুন নতুন কনটেন্টের অভাব নেই। প্রতি সপ্তাহে এই বিশাল ভান্ডারে আরও নতুন নতুন কন্টেন্ট যোগ হচ্ছে। এই সপ্তাহে কী কী নতুন দেখার আছে জেনে নিন।
বেসুরা (২ষ)
চরকি
অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের এক গ্রামে বসবাস কিছু মানুষের আর তাদের সবার কণ্ঠেই সুর। ছন্দময় তাদের কথা। হঠাৎ সেখানে পাওয়া যায় একটি ছোট্ট মেয়েকে, যার কণ্ঠে সুর নেই। সেই গ্রামে কণ্ঠে সুর না থাকা একটা অভিশাপ।
এমন গল্প নিয়ে নুহাশ হুমায়ূনের সিরিজ ২ষ এর শেষ পর্ব বেসুরা মুক্তি পেয়েছে বুধবার। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, ইসলাম উদ্দিন পালাকার, মান্, এরফান মৃধা শিবলু। বিশেষ একটি চরিত্রে দেখা গেছে জয়া আহসানকে।
অন্ধকারের গান
বিঞ্জ
গ্রামে পরিবার রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। এর মধ্যে হঠাৎ করে টাকা পাঠানো কমে যায়। অন্যদিকে শহরে আবার সে প্রেমে পড়ে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায়।
একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। ভিকি জাহেদের এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শাহনাজ সুমি।
নিখোঁজ ২
হইচই
কন্যা দিতি হঠাৎ লাপাত্তা। মেয়ের খোঁজে মরিয়া মা বৃন্দা। এমন গল্প নিয়ে সিজন মুক্তির পর জনপ্রিয়তা পেয়েছিল নিখোঁজ । শুক্রবার মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় সিজন। বৃন্দা কি খুঁজে পাবে তার মেয়েকে? এতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরীসহ আরও অনেকে ।
ব্ল্যাক ওয়ারেন্ট
নেটফ্লিক্স
সাত পর্বের সিরিজটির স্রষ্টা বিক্রমাদিত্য মোতওয়ানে ও সত্যাংশু সিং। ক্রাইম, ড্রামা ঘরানার সিরিজটি তৈরি হয়েছে দিল্লির তিহার জেলের এক কারা রক্ষককে নিয়ে। তিহার জেলের জেলার সুনীল গুপ্তর জীবনের ছায়া অবলম্বনে নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন জাহান কাপুর, রাহুল ভাট, অনুরাগ ঠাকুর।