এক ম্যাচ আগেই ফেডারেশন কাপে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর নায়ক ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। কক্সবাজারের এই ফুটবলার ধারাবাহিকভাবে গোল পেয়ে চলেছেন। নিজেকে নতুন করে যেন চিনিয়ে চলেছেন ঘরোয়া ফুটবলে। শনিবার প্রিমিয়ার লিগে মোহাম্মদ ইব্রাহিমের জোড়া গোলে আবাহনী ৪-০ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে । একটি করে গোল করেছেন এনামুল হোসেন গাজী ও আসাদুল মোল্লা।
৭ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। আর চট্টগ্রাম আবাহনী সব ম্যাচ হেরে তলানিতে।
গোল পেতে আবাহনীকে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পেনাল্টি থেকে করেন নিজের প্রথম গোল। পরের দুটি আক্রমণের সুর বেঁধে দেন শাহরিয়ার ইমন; আক্রমণের পূর্ণতা দেন এনামুল ও ইব্রাহিম। ৫২ মিনিটে ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা ইমনের ক্রস আটকাতে জায়গা ছেড়ে বেরিয়ে আসেন চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক মোহাম্মদ নাঈম, কিন্তু ব্যর্থ তিনি। গোল মুখে পাওয়া বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন এনামুল।
৬৬ মিনিটে মাঝমাঠের ওপর থেকে রক্ষণ চেরা পাস বাড়ান ইমন। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে দারুণ শটে ইব্রাহিম করেন নিজের দ্বিতীয় গোল।
৭১ মিনিটে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী আসাদুলের গোলে। ইমনের বদলি নামা এই মিডফিল্ডার নিচু শটে বল পৌঁছে দেন জালে।