Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

ওয়াইডের নিয়ম পরিবর্তন করতে চাইছে আইসিসি

wide ball-3
[publishpress_authors_box]

টি-টোয়েন্টির যুগে দর্শক চার-ছক্কা দেখতে চান। সেকারণে ব্যাটিং-সহায়ক সব নিয়ম বানিয়ে বোলারদের জীবন কঠিন করে তুলেছে আইসিসি। এখন ওয়ানডেতেও টি-টোয়েন্টি ধাঁচে ব্যাট করতে দেখা যায়। সীমিত ওভারের এই দুই ফরম্যাটে বোলারদের ‘খেলায় ফেরাতে’ ওয়াইডের নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শন পোলক।

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার আইসিসির ক্রিকেট কমিটির অন্যতম সদস্য। বোলারদের সুবিধা দিতে ওয়াইডের বর্তমান নিয়ম পরিবর্তন করতে কাজ করছেন তারা। পোলকের মতে, বর্তমান নিয়ম বোলারদের জন্য ‘খুবই কঠোর’। ব্যাটার শেষ মুহূর্তে গিয়ে তার অবস্থান পরিবর্তন করায় বোলাররা ওয়াইড দিচ্ছেন। তার চাওয়া, একজন বোলার বল করাই আগেই যেন সিদ্ধান্ত নিতে পারেন তিনি কোথায় বল ফেলবেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটাররা শট খেলার আগে প্রায়ই ক্রিজে নিজের অবস্থান পরিবর্তন করেন। সেকারণে বোলার রান বাঁচাতে ওয়াইড ডেলিভারি দিলে কোনও কোনও সময় ব্যাটার শট খেলেন না, তখন আম্পায়ার দেন ওয়াইডের সংকেত।

এই অবস্থায় বোলারদের সুবিধা দিতে আইসিসি কাজ করছে বলে জানিয়েছেন পোলক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ‘এসএটোয়ন্টি’ চলাকালীন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে পোলক বলেছেন, “আমি একটা বিষয় নিয়ে কাজ করছি। আমরা বোলারদের ওয়াইডের ক্ষেত্রে আরও কিছুটা সুযোগ দেওয়ার কথা ভাবছি। আমার মনে হয় এটা (ওয়াইডের বর্তমান নিয়ম) বোলারদের জন্য খুবই কঠোর।”

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার শন পোলক। ছবি: এক্স

ক্রিকেটের নিয়মনীতি পরিবর্তন, সংযোজন কিংবা বিয়োজনের কাজ করে থাকে আইসিসি ক্রিকেট কমিটি। তাদের সুপারিশের পর আইসিসি থেকে আসে চূড়ান্ত অনুমোদন। পোলক এখন ওয়াইডের বর্তমান নিয়ম ও পরিবর্তিত নিয়ম নিয়ে কাজ করছেন। পরিবর্তনের জায়গাটা কোথায় হবে, সেটা নিয়ে পরিষ্কার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার। ৫১ বছর বয়সী পোলক বিশ্বাস করেন, বোলারদের অবশ্যই তাদের রান-আপে থাকাকালীন জানা উচিত কোথায় বল করতে হবে তাকে।

তিনি বলেছেন, “যদি কোনও ব্যাটার শেষ মুহূর্তে লাফিয়ে দিক পরিবর্তন করে, তাহলে আমার জন্য এটা (ওয়াইডের বর্তমান নিয়ম) আসলে কাজ করে না। একজন বোলারের তার রান-আপের শুরুতে জানতে হবে কোথায় বল করতে হবে। আমি চাই- তারা ঠিক কখন বল করবে, কেন করবে বা কীভাবে করবে তা জানুক। বোলারের স্পষ্ট ধারণা থাকা উচিত যে, সে কী করতে যাচ্ছে।”

অবশ্য সবই এখনও আলোচনা পর্যায়ে আছে বলে জানিয়েছেন পোলক, “এটা এখন পাইপলাইনে- আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি। বোলারদের কিছুটা প্রতিদান দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত