Beta
রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

তামিমের ক্যারিয়ারে যত রেকর্ড

tamim
[publishpress_authors_box]

তামিম ইকবালের ক্যারিয়ারকে চারটি আইকনিক ছবিতে ভাগ করা যায়। শুরুটা ২০০৭ সালে, পোর্ট অব স্পেনে জহির খানকে এগিয়ে এসে ছক্কা মারার। দ্বিতীয়টি ২০১০ সালে লর্ডসের সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তোলার ইঙ্গিতের। তৃতীয়টি এশিয়া কাপে চার ফিফটি করে আঙুল দিয়ে দেখানোর আর শেষটি এক শ্রীলঙ্কায় এক হাতে ব্যাট করতে নেমে ডিফেন্স করার।

তামিম দেশের ক্রিকেটের অনেক প্রথমের নাম। ‍ওপেনিংয়ে সাহসী ব্যাটিংয়ের প্রতীক। এক সময় প্রথম ১০ ওভার উইকেট না হারিয়ে কাটানোর চেষ্টা ছিল বাংলাদেশের। তামিম এসে সেই চিন্তার পরিবর্তন ঘটান। শুরুর ১০ ওভারে অন্তত ৬০ রানের চেষ্টা শুরু হয় তার আগমন থেকে।

২০০৭ বিশ্বকাপে জহির খানকে মারা ছক্কার মুহূর্ত

তামিমের কাঁধে চড়ে সাহসী ব্যাটিংয়ের যুগে পা রাখে বাংলাদেশ। সময়ের সঙ্গে এগিয়ে তামিম হয়েছেন  দেশের সফলতম ব্যাটসম্যান। সেই পরিচয়ে কাটিয়ে দিলেন প্রায় দুই দশক।

তামিমের যে সব রেকর্ড এখনও অমলিন :

সেঞ্চুরির রেকর্ড :  তিন সংস্করণেই সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান তামিম। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করে অনন্য এই কীর্তি গড়েন তিনি।

লর্ডসে সেঞ্চুরির পর

রানের রেকর্ড : আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তামিম। গত আগস্টে তার সঙ্গী হন মুশফিক। পরে তামিমকে টপকে শীর্ষে উঠে যান মুশফিক। এজন্য অবশ্য তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে না খেলাটাই দায়ী।

ওয়ানডেতে ৮ হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম। ২৪৩ ম্যাচে ৮ হাজার ৩৫৭ রান নিয়ে শেষ হলো তার ক্যারিয়ার। দুইয়ে থাকা মুশফিকের নামের পাশে ৭ হাজার ৭৯৩ রান।

সেঞ্চুরি ও ফিফটি : তিন সংস্করণ মিলিয়ে তামিমের সেঞ্চুরি ২৫টি। বাংলাদেশের আর কারও ২০টির বেশি শতক নেই। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৪ ফিফটি ও ২৫ সেঞ্চুরিতে তামিমের পঞ্চাশছোঁয়া ইনিংস মোট ১১৯টি। যা বাংলাদেশের সর্বোচ্চ। এই তালিকায় দুই নম্বরে সাকিব আল হাসান, ১১৪টি।

খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রানের ইনিংসে

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড তামিমের। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলার দিন তার বয়স ছিল ১৯ বছর ২ দিন।

ওয়ানডে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তামিম। পরে তার সঙ্গী হন সাকিব আল হাসান।

টেস্টে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান তামিম।

এশিয়া কাপে টানা চার ফিফটির পর

ছক্কার রেকর্ড :  ওয়ানডেতে ছক্কার সেঞ্চুরি করা দেশের প্রথম ব্যাটসম্যানের নাম তামিম। ১০৩ ছক্কায় থেমেছেন তিনি। তাকে টপকে আপাতত ১০৭ ছক্কা মাহমুদউল্লাহর। তিন সংস্করণ মিলিয়েও তামিমের (১৮৮) চেয়ে বেশি ছক্কা শুধু মাহমুদউল্লাহর (২০৮টি)।

ম্যাচ ও সিরিজ সেরা :  আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বার ম্যান অব দা ম্যাচ পুরস্কার জিতেছেন তামিম। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি এই স্বীকৃতি পেয়েছেন শুধু সাকিব, ৪৫ বার।  ম্যান অব সিরিজ পুরস্কার ৭ বার পেয়েছেন তামিম। এই তালিকায়ও তার ওপরে শুধু সাকিব, ১৭ বার।

শূণ্যের রেকর্ড : আন্তর্জাতিক ক্রিকেটে শূন্যের বিব্রতকর রেকর্ডটিও তামিমের। দীর্ঘ ক্যারিয়ারে ৩৬ বার খালি হাতে ফিরেছেন তিনি। মাশরাফি বিন মুর্তজা ৩৩ বার শূন্য রানে আউট হয়ে দুই নম্বরে।

শ্রীলঙ্কায় এক হাতে ব্যাট করছেন তামিম

অধিনায়ক : ওয়ানডেতে ৩৭ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তামিম। এর মধ্যে জয় পেয়েছেন ২১টিতে আর জয়-পরাজয় আসেনি ২ ম্যাচে। সাফল্যের শতকরা হার ৬০ শতাংশ। বাংলাদেশকে অন্তত ৫ ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সাফল্যের হারে তামিমই সেরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত