২০২৫ এরই মাঝে তার তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে। এই তো কিছুদিন আগেও ২০২৪ ছিল হলিউড সিনেমার দারুণ এক বছর। যদিও পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবে সমালোচকদের নজরে থাকা হাতে গোনা সিনেমা।
তারপরও সাধারণ সিনেমাপ্রেমীরা তো সম্ভাব্য ব্লকবাস্টার সিনেমাগুলোর মুক্তির জন্যই অপেক্ষা করে থাকে। ২০২৫ সালেও এমন সম্ভাব্য ১০ ব্লকবাস্টার হলিউড সিনেমা নিয়ে আলোচনা করেছে চলচ্চিত্র বিষয়ক পোর্টাল কোলিডার।
সিনেমা, টিভি আর ওটিটি-ভিত্তিক গণমাধ্যম কোলাইডার-এর বিচারে ২০২৫ সালের হলিউডের বহুল প্রতীক্ষিত ১০ সিনেমা কোনগুলো জেনে নেওয়া যাক
সুপারম্যান
হলিউড যেন দখল করে ফেলেছে সুপারহিরো জনরা। ফেলে আসা বছরের মতোই ২০২৫-এ এই যাত্রা অব্যাহত রাখবে সুপারম্যান। জেমস গান নির্মিত এই সুপারম্যান=এ ক্লার্ক কেন্ট কে দেখা যাবে তার ক্রিপ্টোনিয়ান পরিচয়ের সঙ্গে সমঝোতায় আসতে। একই সঙ্গে তাকে মানুষ আর দানবের সঙ্গেও লড়তে হবে।
সুপারম্যান সিনেমার ট্রেইলার ইতিমধ্যে ভক্তদের মন জয় করে ফেলেছে। জেমস গানকে বলা হয় সুপারহিরো জনরার একজন দক্ষ পরিচালক। অনেকেই তাই মনে করছেন, এবারের সুপারম্যান হতে যাচ্ছে ইতিহাস সেরা। সিনেমায় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেনসোয়েট।
মিশন: ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং
মিশন: ইমপসিবল – ডেড রেকনিং-এর পর ভক্তরা ইতিমধ্যেই জেনে গেছে যে, দ্য ফাইনাল রেকনিং হতে যাচ্ছে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজের সমাপ্তি। এতে হাজির হবে এক বিপজ্জনক এআই সিস্টেম। যা কিনা দ্য এন্টিটি নামেই পরিচিত। আর এই সিস্টেমকে থামাতে নিজের জীবন বিপন্ন করতে হবে ইথান হান্ট-কে ।
ক্রিস্টোফার ম্যাককোয়ার নির্মিত মিশন: ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং মুক্তি পাবে ২৩ মে।
আরও পড়ুন দ্য ফাইনাল রেকনিং-এর টিজারে পাওয়া গেল যে ৮ আভাস
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিক্যুয়েল অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার-এর পর তৃতীয়টি আসছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ নামে। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন এই সিক্যুয়েলে অনেক বেশি ট্র্যাজেডি থাকবে।
সিনেমা জগতে অ্যাভাটারের প্রভাব এবং জনপ্রিয়তা কেউই অস্বীকার করতে পারবে না। কারণটা খুব সোজা। প্রথম দুই সিনেমাই ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। তাই ধরে নেওয়া হচ্ছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ সম্ভবত ২০২৫ সালের সবচেয়ে বড় সিনেমা হবে। জেমস ক্যামেরন নির্মিত সিনেমাটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর।
দ্য ফ্যান্টাসটিক ফোর: ফার্স্ট স্টেপ্স
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স আরেকবার সুযোগ দিতে চায় ফ্যান্টাস্টিক ফোর -দের। তবে একটু ভিন্ন আমেজে; রেট্রো ফিউচারিস্টিক পরিবেশে।
মার্ভেলের অন্যতম জনপ্রিয় এই সুপারহিরো টিম নিয়ে প্রত্যাশা এবার একটু বেশি। এ বছর মার্ভেলের প্রথম সুপারহিরো অভিষেক ঘটছে এই সিনেমা দিয়ে। আশা করা যাচ্ছে, ২০২৫ এর অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে সিনেমাটি।
দ্য ফ্যান্টাসটিক ফোর: ফার্স্ট স্টেপ্স মুক্তি পাচ্ছে ২৫ জুলাই।
হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন
অ্যানিমেশন মুভি হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন এর লাইভ অ্যাকশন অ্যাডাপটেশন এটি। মূল মুভিটি ছিল সর্বকালের সেরা ট্রিলজিগুলোর একটি। ফলে এই লাইভ অ্যাকশন অ্যাডাপটেশন বেশ চ্যালেঞ্জের মুখেই আছে।
অতীতে বহু লাইভ-অ্যাকশন অ্যাডাপটেশন ব্যর্থ হয়েছে। যদিও কাস্টিং-এ উতরে গেছে সিনেমাটি। তবে মুক্তির পর পাড়ি দিতে হবে আসল পথ। সিনেমাটি মুক্তি পাবে ১৩ জুন।
টুয়েন্টিএইট ইয়ার্স লেইটার
টুয়েন্টিএইট ডেইজ লেইটার মুক্তির পর পেয়েছিল ক্লাসিক হরর ফিল্মের তকমা। যার ধারাবাহিকতায় মুক্তি পায় সিক্যুয়েল, টুয়েন্টিএইট উইকস লেইটার । দুই যুগ পর মুক্তি পাচ্ছে এর তৃতীয় সিক্যুয়েল টুয়েন্টিএইট ইয়ার্স লেইটার ।
জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল হওয়ায় টুয়েন্টিএইট ইয়ার্স লেইটার নিয়ে দর্শক আগ্রহ প্রবল। তাছাড়া এর ট্রেইলার অসংখ্য হরর দর্শকদের মুগ্ধ করেছে। তাই ২০২৫ সালের পর্দা কাঁপানো হরর সিনেমা হয়ে উঠতে পারে টুয়েন্টিএইট ইয়ার্স লেইটার । মুক্তি পাবে ২০ জুন।
ব্যালেরিনা
জন উইক হলিউডের অন্যতম মেগা ফ্র্যাঞ্চাইজি সিনেমা। চার নম্বর সিক্যুয়েলে এর গল্প শেষ হয়েও যেন “হইলো না শেষ”। কারণ এবার যে এর স্পিন-অফ মুভি ব্যালেরিনা আসছে। ব্যালেরিনা-কে অবশ্য জন উইক ইউনিভার্স থেকে আলাদা করে দেখার উপায় নেই। ফলে এই সিনেমাকে এই ফ্র্যাঞ্চাইজের নতুন সংযোজন বলা যেতেই পারে।
লেন ওয়াইসম্যান নির্মিত সিনেমাটি ৬ জুন মুক্তি পেতে যাচ্ছে।
জুটোপিয়া টু
দিন দিন জনপ্রিয় হচ্ছে অ্যানিমেটেড সিনেমা। সে কারণেই, অ্যানিমেটেড সিক্যুয়েলগুলোর প্রতি দর্শকদের মনযোগ থাকে অনেক বেশি। জুটোপিয়া হয়ে উঠেছিল ডিজনির অন্যতম ক্লাসিক। আর এবারও বড় সম্ভাবনা নিয়েই আসছে জুটোপিয়া টু।
বাইরন হাওয়ার্ড এবং জ্যারেড বুশ নির্মিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৬ নভেম্বর।
লিলো অ্যান্ড স্টিচ
লাইভ-অ্যাকশন অ্যাডাপটেশন দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। ডিজনি তাদের অ্যানিমেটেড মুভিগুলোর সাফল্য কাজে লাগিয়ে বেশ কিছু লাইভ অ্যাকশন অ্যাডাপটেশন মুভি নির্মাণ করছে। এরই নবতম সংযোজন লিলো অ্যান্ড স্টিচ।
সিনেমাটি সম্ভবত মূল গল্পটিকেই খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করবে এবং বাড়তি কিছু মজাদার ঘটনা যোগ করবে।
ডিন ফ্লেশার ক্যাম্প নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে ২৩ মে।
থান্ডারবোল্টস*
মার্ভেলের ডেডপুল অ্যান্ড উলভারিন বাদে, অন্য প্রোডাকশনগুলো গেল বছর দর্শকদের মাঝে খুব একটা সাড়া ফেলেনি। তবে থান্ডারবোল্টস* এই চিত্র বদলে দিতে পারে। কারণ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এই সিনেমায় হাজির করবে সমস্ত এন্টি হিরোদের।
২০২৪ সালের ধীরগতির পর, ২০২৫ সাল মার্ভেলের জন্য ব্যস্ত বছর। মার্ভেলের অনেকগুলো প্রোডাকশনের মাঝে থান্ডারবোল্টস* হতে যাচ্ছে সেরা। জ্যাক শ্রায়ার নির্মিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ২ মে।