Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

অ্যাটলি আর শাহিদ কাপুরের চলছে জোর আলোচনা

Atlee_Shaheed
[publishpress_authors_box]

কোন গল্পে কে মানিয়ে যাবে এটা তামিল নির্মাতা অ্যাটলি কুমারের চেয়ে আর ভালো কে জানেন? জাওয়ান এর কথাই ধরা যাক। এক শাহরুখ খান দিয়েই গল্পের যে আবেদন তৈরি করলেন তিনি, তা বলিউড ভালো করেই দেখেছে।

সম্প্রতি সালমান খানকে নিয়ে এগিয়ে যাচ্ছে তার আসন্ন সিনেমা এ সিক্স এর কাজ। বরুণ ধাওয়ান অভিনীত বেবি জন এর অন্যতম প্রযোজকও তিনি। শাহরুখ, সালমান আর বরুণ ধাওয়ানের পর এবার শাহিদ কাপুরের সঙ্গেও কাজের কথা শোনা যাচ্ছে অ্যাটলির।

বলিউড হাঙ্গামা-কে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অ্যাটলি সঙ্গে কাজের কথা চলছে শাহিদের । সূত্রটি জানিয়েছে “শাহিদের সঙ্গে এক ‘মাসালাদার’ বিনোদনধর্মী সিনেমার ব্যাপারে কাজের কথা হচ্ছে অ্যাটলির। অবশ্য সিনেমাটা পরিচালনা করবেন অ্যাটলির এক সহকর্মী। গত পাঁচ মাস ধরেই এই কাজটি নিয়ে শাহিদ কাপুরের সঙ্গে আলাপ আলোচনা চলছে। যতদূর জানা গেছে, চুক্তির খুব কাছাকাছি চলে গেছেন তারা।”

সূত্রটি আরও জানিয়েছে, সিনেমাটি অবশ্যই একটি অ্যাকশনধর্মী মৌলিক বিনোদনের গল্প হবে। আর বেবি জন -এর মতো কোনো রিমেক হবারও কোন সুযোগ নেই। সম্প্রতি হিন্দি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অ্যাটলি প্রযোজিত এই সিনেমাটি।

ঘনিষ্ঠ ওই সূত্রের ভাষায়, “অ্যাটলি নিজে তার সহযোগীর সঙ্গে বসে চিত্রনাট্য তৈরি করেছেন। তিনি মনে করছেন শাহিদ কাপুর এই চরিত্রের জন্য একদম উপযুক্ত। আলোচনা বহুদূর গড়িয়েছে। শিগগিরই সব চূড়ান্ত হয়ে যাবে।”

জানা গেছে, অ্যাটলি কুমারের আসন্ন ওই সিনেমায় শাহিদ কাপুরকে লারজার দ্যান লাইফ হিরো হিসেবে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন বক্স অফিস কাঁপাতে দক্ষিণী পরিচালক কেন চান বলিউড তারকারা

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত