Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ এর সিক্যুয়েলের খবর দিলেন মেল গিবসন

Mel Gibson feature Image
[publishpress_authors_box]

হলিউডের ‘অ্যাপোক্যালিপটো’ খ্যাত নির্মাতা ও অভিনেতা মেল গিবসন দিলেন এক নতুন খবর। দীর্ঘ প্রতিক্ষিত ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ সিনেমার সিকুয়েলের শুটিং শিগগিরই শুরু হতে যাচ্ছে।

‘দ্য রোগান এক্সপিরিয়েন্স’ নামের একটি পডকাস্টে তার আসন্ন সিনেমা ‘ফ্লাইট রিস্ক’ নিয়ে আলাপকালে মেল গিবসন এ কথা জানান।

সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, ২০২৬ সালেই বাইবেলের কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমার দ্বিতীয় সিকুয়েলের শুটিং শুরু করবেন।   

মেল গিবসন বলেন, “আশা করছি আগামী বছরের কোন এক সময়ে শুটিং শুরু হবে। আরও অনেক কাজ বাকি। শুধু এটুকুই বলব, এই যাত্রা এক ঘোরের মতো।”

সিনেমাটি সম্পর্কে গিবসন আরও জানান, এই সিকুয়েলের নাম হতে যাচ্ছে  ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট: রেজারেকশন’।

পডকাস্ট “দ্য রোগান এক্সপিরিয়েন্স’-এ কথা বলছেন মেল গিবসন

গিবসন বলেন, “তাহলে শিরোনাম ওটাই, খুবই উচ্চাকাঙ্ক্ষী একটি কাজ, এটুকুই বলব। এটি লিখতে তো অনেক সময় লেগেছে।”

প্রথম সিকুয়েল ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ ২০০৪ সালে মুক্তির বছরে বিশ্বব্যাপী পঞ্চম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে নাম লেখায়। আর  ২০০৫ সালে ৭৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চিত্রগ্রহণ, সেরা আবহ সঙ্গীত এবং সেরা মেকআপ ক্যাটাগরিতে জন্য মনোনীত হয়েছিল। যদিও কোন পুরস্কার জেতা হয়নি এই সিনেমার।

রোগানের ওই পডকাস্টে মেল গিবসন টেক্সাসের অস্টিন থেকে অংশ নেন। ৯ জানুয়ারি তারিখে অংশ নেওয়া ওই পডকাস্টে তিনি জানান, লস অ্যাঞ্জেলেসের দাবানলে তার মালিবুর বাড়ি ধ্বংস হয়ে গেছে। অগ্নিকান্ডের সময় তিনি নাকি বাড়িতে ছিলেন না।

তবে এরই মাঝে নিজের পরিবার নিয়ে সুসংবাদ দিলেন হলিউডের খ্যাতনামা এই অভিনেতা ও নির্মাতা।

তিনি বলেন, “ভালো খবর হলো, আমার পরিবার ভালো আছে। আমরা সবাই সুস্থ এবং বিপদমুক্ত আছি”

মেল গিবসন নির্মিত সিনেমা ‘ফ্লাইট রিস্ক’ ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত