Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

কেন ভারতের টি-টোয়েন্টি দলে নেই পন্ত-জয়সওয়াল-গিল

gill-pant-4
[publishpress_authors_box]

১৪ মাস পর ভারতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অ্যাঙ্কেলে চোট পেয়ে ছুরিকাঁচির নিচে যেতে হয়েছিল তাকে। পরে হাঁটুর সমস্যায় জাতীয় দলে ফিরতে আরও সময় লাগে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লম্বা সময় পর ফিরেছেন ডানহাতি পেসার। তবে ইংলিশদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে নেই ঋষভ পন্ত, যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল।

ভারতের বর্তমান দলের অন্যতম সেরা ব্যাটার তারা। সামনেই চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। এর আগে দল থেকে তাদের বাদ দেওয়া হয়েছে নাকি বিশ্রাম পেয়েছেন? ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, এই তিন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের পর তাদের ‘সতেজভাবে ফেরার’ সুযোগ দিতে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পন্ত ও জয়সওয়াল দুজনই অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট খেলেছেন। তবে গিল খেলেছেন তিন টেস্ট। এত লম্বা সফর শেষ করার পর চ্যাম্পিয়নস ট্রফির আগে তাদের সেরাটা চাইছে ভারত। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকবেন পন্ত, জয়সওয়াল ও গিল।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, “অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজ খেলে আসায় পন্ত, জয়সওয়াল ও গিলকে বিশ্রাম দেওয়াটা উত্তম মনে করা হয়েছে। তারা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও ফেব্রুয়ারির চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকবেন।”

যদিও পন্তের না থাকার বিষয়টি অন্যভাবে দেখছে ভারতীয় মিডিয়া। বলা হচ্ছে, বোর্ডার-গাভাস্কার ট্রফি না থাকলেও ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তেন পন্ত! কারণ এই ফরম্যাটে তার সাদামাটা পারফরম্যান্সের বিপরীতে সঞ্জু স্যামসনের উড়ন্ত ফর্ম। এই ডানহাতি ব্যাটারকেই এখন টি-টোয়েন্টিতে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার ধরা হচ্ছে।

শুধু উইকেটকিপিং নয়, প্রশ্ন তোলা যায় ওপেনিংয়ের জায়গা নিয়েও। ওপেনিংয়ে স্যামসনের যে ফর্ম, গিল ও জয়সওয়ালের জায়গা নিয়েও টানাটানি! দলে থাকলে এই দুজনের ওপেনিংয়ে নামার কথা। কিন্তু এই পজিশনে সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে সেঞ্চুরি করেছেন স্যামসন।

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), হরষিত রানা, আর্শদীপ সিং, মোহাম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত