Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

‘মিনিয়নস’ আসছে এক বছর আগেই!

মিনিয়নস, অ্যানিমেটেড মুভি
[publishpress_authors_box]

ইউনিভার্সাল পিকচার্স তাদের এনিমেটেড মুভিগুলো মুক্তির দিনক্ষণে নিয়ে এসেছে আকস্মিক পরিবর্তন। এতে অবশ্য মিনিয়নস ভক্তরা খুশি হতেই পারেন।

কারণ মিনিয়নস থ্রি মুক্তির কথা ছিল ২০২৭ সালে ৩০ জুন। তা এগিয়ে নিয়ে নতুন তারিখ নির্ধারিত হয়েছে ১ জুলাই, ২০২৬। যদিও নতুন এই তারিখটি নির্ধারিত ছিল আরেক এনিমেটেড মুভি শ্রেক ফাইভ এর জন্য। শ্রেক ভক্তদের জন্য এটি অবশ্য বেশ মন খারাপের খবর।

ডেসপিকেবল মি ফ্র্যাঞ্চাইজের প্রথম স্পিন-অফ মুভি মিনিয়নস এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজের সবচেয়ে বেশি আয় করা এনিমেটেড সিনেমা। যা কিনা সে সময় বিশ্বব্যাপী বক্স অফিসে ১.১৫৯ বিলিয়ন ডলার উপার্জন করে। এর সিক্যুয়েল, মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু বিশ্বব্যাপী ৯৪০.২ মিলিয়ন ডলার আয় করে।

অন্যদিকে ডেস্পিকেবল মি ফোর বিশ্বব্যাপী ৯৬৯ মিলিয়ন ডলার আয় করে। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজটি সর্বকালের সর্বোচ্চ আয় করা এনিমেটেড সিরিজ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যার মোট আয় ৫ বিলিয়নেরও বেশি।

তাই বলতে বাকি নেই যে, মিনিয়নস -ই এখন ইউনিভার্সাল পিকচার্স এর প্রধান অগ্রাধিকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত