বছরের প্রথম এল ক্লাসিকোতে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ এভাবে ভূপাতিত হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। লা লিগার ওই লড়াইয়ে বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। অথচ তখন চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ীরা রীতিমতো উড়ছিল।
সেই লড়াইয়ের পর আরও একবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রবিবার (১২ জানুয়ারি) দিবাদগত রাত ১টায় সৌদি আরবের রাজধানী রিয়াদে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে খেলবে তারা। ফাইনাল বলেই এটি শুধু এল ক্লাসিকো নয়, দুই দলের জন্যই মর্যাদার লড়াইও।
কারণ এই ফাইনাল জিতলে বার্সেলোনাকে এনে দেবে মৌসুমের প্রথম শিরোপা। আর রিয়াল জিতে গেলে তাদের ট্রফিকেসে উঠবে এই মৌসুমের তৃতীয় শিরোপা। এর আগে উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে লস ব্লাঙ্কোস।
আগের ম্যাচ ৪-০তে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রিয়ালের সামনে। মাদ্রিদিস্তা কোচ কার্লো আনচেলত্তিও এমনটাই ভাবছেন। পুরোনো হারের লজ্জা ভুলে নতুন করে তাকিয়ে আছেন শিরোপা নির্ধারণী ম্যাচের দিকে। তার বিশ্বাস, বার্সেলোনাকে এবার হারাতে পারবে রিয়াল, যদি আগের লড়াইয়ের ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়।
লা লিগার ওই ক্লাসিকো জয় বার্সেলোনার মনোবল চাঙা করেছিল। রিয়াল লিগের কিছু ম্যাচে হোঁচট খাওয়ায় বার্সার ঠাঁই হয় পয়েন্ট তালিকার শীর্ষে। অথচ নতুন বছরের পথে লিগ এগিয়ে যেতে সবকিছু পাল্টে গেল। এখন বার্সাকে পেছনে ফেলে রিয়াল শীর্ষে।
এই বিপরীত অবস্থান নিয়ে রবিবার রাতের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। তার আগে অতীত ভুলে মাঠে নামার প্রতিজ্ঞা আনচেলত্তির, “অবশ্যই আমরা গত ম্যাচ (ক্লাসিকো) নিয়ে ভাবব। তারা আমাদের হারিয়েছিল কিন্তু আমরা স্পষ্ট ধারণা পেয়েছি কী ভুল করেছিলাম। ক্লাসিকো সবসময়ই চ্যালেঞ্জের লড়াই। একে আরও কঠিন করে তুলেছে ফাইনালের আবহ। বার্সেলোনার সঙ্গে আমরা অনেক ম্যাচই খেলেছি কিন্তু ফাইনাল সবসময়ই বিশেষ কিছু।”
ফাইনাল সবসময় ‘বিশেষ কিছু’ রিয়ালের কাছে। আর তাই শিরোপা নির্ধারণী ম্যাচে বরাবরই এগিয়ে থাকে লস ব্লাঙ্কোস। ফাইনালের আবহ, চাপ, উত্তেজনা সবকিছু রিয়ালের কাছে খুব চেনা। সেদিক থেকে পিছিয়ে বার্সেলোনা। অনেকদিন তারা বড় টুর্নামেন্টের ফাইনাল খেলতে পারছে না।
এমন লড়াইয়ে আগে দলটির রক্ষণে কিছুটা শক্তি বৃদ্ধি হয়েছে। রোনাল্দ আরাউহো ইনজুরি কাটিয়ে ফিরেছেন। উরুগুয়ে ডিফেন্ডারের সুযোগ আছে সেরা একাদশে থাকার। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও এমনটা জানালেন।
সেই সঙ্গে আরাউহোর ক্লাব ছাড়ার গুঞ্জনও উড়িয়ে দিলেন, “আরাউহো আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছে। অবশ্যই সে খুবই পেশাদার এবং মাঠে নামার জন্য প্রস্তুত। আমি তার ক্লাব ছাড়ার গুঞ্জনে মাথা ঘামাচ্ছি না। তাকে দলে পেয়েই আমি খুশি।”
নিকটঅতীতে বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে। কোপা দেল রে’তে বারবাস্ত্রোকে উড়িয়ে দেওয়ার পর সুপার কাপের সেমিফাইনালে আথলেতিক বিলবাওকে হারিয়েছে মনোবল ফিরিয়েছে কাতালানরা।
কোচ হান্সি ফ্লিক সেই মনোবল ধরে ফাইনালে নামার পরামর্শ দিয়েছেন শিষ্যদের।