Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

লস অ্যাঞ্জেলস দাবানল: পুনর্বাসন সহায়তায় এগিয়ে এলেন যে হলিউড তারকারা

celebrities_wildfire_donation
[publishpress_authors_box]

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন পপ তারকা বিয়ন্সেসহ বেশ কজন তারকা। সহায়তায় হাত বাড়িয়েছে বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠানও।

ভ্যারাইটি এর এক প্রতিবেদনে জানা গেছে, বিয়ন্সের ফাউন্ডেশন বিগুড ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ২৫ লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বিগুড এই অনুদান দাবানলে পুড়ে যাওয়া অ্যালটাডিনা এবং প্যাসেডিনা অঞ্চলের পরিবারগুলোকে প্রদান করবে। যেসকল পরিবার তাদের ঘরবাড়ি ও সম্পদ হারিয়েছে তাদের সাহায্য করার পাশাপাশি, বিগুড “ক্ষতিগ্রস্ত অঞ্চলের গির্জা এবং কমিউনিটি সেন্টারগুলিকেও সহায়তা করবে, যাতে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক চাহিদাগুলি মেটানো যায়।”

বিয়ন্সে

অভিনেত্রী এবং প্রযোজক জেমি লি কার্টিস তার পারিবারিক ফাইন্ডেশেন থেকে ১০ লাখ ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই টাকা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তায় ব্যয় করা হবে বলে জানা গেছে।

জেমি লি কার্টিস

মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটনের নিজের বাড়ি-ঘর পুড়ে ছাইভষ্মে পরিণত হলেও, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনিও। তিনি জানিয়েছেন, তার টিম বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। ইতিমধ্যে একটি ফাউন্ডেশনে তিনি ১ লাখ ডলার অনুদান দিয়েছেন এবং আরও ১ লাখ ডলার অনুদানের পরিকল্পনা নিয়েছেন।

প্যারিস হিলটন

জানা গেছে গায়িকা সেলেনা গোমেজ ৫০ লাখ ডলার দান করেছেন দাবানলের রিলিফ ফান্ডে।

সেলেনা গোমেজ

হলিউডের মেকআপ মুঘল বলে খ্যাত কাইলি জেনের ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশন ওয়াইল্ডফায়ার এবং ডিজাস্টার রিলিফ ফান্ডে একটি অপ্রকাশিত পরিমাণ অর্থ দান করেছেন।

কাইলি জেনের

এদিকে আগুনে সব হারিয়ে নিঃস্ব বন্ধুদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

গণমাধ্যমের প্রতিবেদন অনু্যায়ী, লস অ্যাঞ্জেলেসে বাড়ি হারানো বন্ধুদের নিজের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী।

অ্যাঞ্জেলিনা জোলি

এক্সপ্রেস ইউএসের প্রতিবেদনে বলা হয়, জোলি ও তার পুত্র নক্সকে একটি সুপারমার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে দেখা গেছে। এই সময় ডেইলি মেইলকে তিনি তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করার কথা স্বীকার করেন।

তিনি বলেন, “এখন আমি আমার কাছে যারা রয়েছে, তাদের দেখাশোনা করছি। আমার বাড়িতে, তাদের থাকার ব্যবস্থা করছি। তারপর অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।“

এগিয়ে এসেছে বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ও প্যারামাউন্ট গ্লোবাল। ডিজনি দিচ্ছে দেড় কোটি ডলার সহায়তা।

দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, ডিজনির এই অনুদান যাবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার বিভাগের ফাউন্ডেশন, আঞ্চলিক ফুডব্যাংকসহ নানা সংস্থায়।

ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ডিজনি কোম্পানির সব কর্মচারীর জন্য এটা দুর্ভাগ্যজনক, এই ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে সবাই একসঙ্গে কাজ করব।”

হলিউড রিপোর্টার আরো জানিয়েছে, ডিজনির পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবালও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের রেকর্ডিং কোম্পানিগুলোর মধ্যে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান দ্য ওয়ার্নার মিউজিক গ্রুপ। তারাও ১০ লাখ ডলার সহায়তা করছে। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত