নাহিদ রানা এখন ‘বাংলাদেশ এক্সপ্রেস’। বল করেন ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে। আর গতিতে মুগ্ধ হয়েই পিএসএলের দল পেশাওয়ার জালমি দলে ভিড়িয়েছে রানাকে। ড্রাফটে দল পাওয়ার পর রংপুর রাইডার্স এর সতীর্থরা তাকে ডাকছেন ‘জালমি ভাই’ বলে।
রংপুর রাইডার্স-এর ফেইসবুক পেজে পিএসএল আর পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার নিয়ে কথা বলেছেন নাহিদ। একমাত্র বোলার হিসেবে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বা ১০০ মাইল বেগে বল করার রেকর্ডটা শোয়েবের। নাহিদ তার কাছ থেকে শিখতে চাইলেও হতে চান নিজের মতই।
নাহিদ বললেন, ‘‘তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’’ তবে শোয়েবের রেকর্ড ভাঙার কোন লক্ষ্য নেই রানার, ‘‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’’
এখনই অবশ্য পিএসএল নিয়ে ভাবছেন না নাহিদ রানা। তার ভাবনা জুড়ে আপাতত বিপিএলই আছে, ‘‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’’
এদিকে খুলনাকে হারানোর পর মজার একটি ফটোকার্ড পোস্ট করেছে রংপুর। দাঁড়িয়ে থাকা বাঘের চামড়া খুলে হ্যাঙ্গারে ক্লিপ দিয়ে টাঙানো ছবি দিয়ে লেখা, ‘গরম লাগছে।’ রংপুর ক্যাপশন দিয়েছে, ‘ঐ বাঘ মামা, না প্লিজ।’