ডিজনির বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন এক অ্যানিমেটর। তার অভিযোগ, জনপ্রিয় অ্যানিমেশন মুভি মোয়ানা ফ্র্যাঞ্চাইজিটির ধারণা তার বহুবছরের পুরোনো চিত্রনাট্য থেকে অনুমতি ছাড়াই হুবহু নকল করা হয়েছে।
বাক উডল নামের এই ব্যক্তি শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন। তার দাবি, ডিজনি তার বাকি নামের এক অ্যানিমেশন ফিল্মের চিত্রনাট্য থেকে বহু কিছুই ব্যবহার করেছে। কিন্তু অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি।
এক সাহসী কিশোরীর গল্প মোয়ানা । ২০১৬ সালে মুক্তির পর সারাবিশ্বেই লাভ করে জনপ্রিয়তা। এই অ্যানিমেশন ফিল্মের গল্প ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। শিশু-কিশোরদের অন্যতম প্রিয় গল্পে পরিণত হয় মোয়ানা । মুক্তির পর বিশ্বব্যাপী এটি আয় করে ৬৮০ মিলিয়ন ডলার।
এদিকে আশা করা হচ্ছে যে, মোয়ানা টু এবার সেরা অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পাবে। চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনই আয় করে নেয় ৫৭.৫ মিলিয়ন ডলার। আর ইতিমধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ৯৮৯.৮ মিলিয়ন ডলার।
মামলার বিবরণে প্রতারণা, কপিরাইটকৃত উপকরণ চুরি, অপব্যবহারের অভিযোগ উল্লেখ করা হয়েছে। আর এই মামলায় বিশেষভাবে আঙ্গুল তোলা হয়েছে ম্যান্ডেভিলস ফিল্মস ডেভেলপমেন্ট এর প্রাক্তন ডিরেক্টর জেনি মারচিকের দিকে। বর্তমানে যিনি ড্রিমসওয়ার্কস অ্যানিমেশনের প্রধান।
মামলায় আরও বলা হয়েছে, ২০০৩ সালে উডল বাক, মার্চিককে অ্যানিমেশন মুভি বাকি-এর চিত্রনাট্য এবং ট্রেইলার দিয়েছিলেন। পরবর্তীতে তাকে ক্যারেকটার ডিজাইন এবং বাজেটসহ বেশকিছু বিষয় পাঠাতে বলা হয়েছিল।
উডলের দাবি, মার্চিককে তিনি ‘মেধাস্বত্ব এবং বাণিজ্যিক’ গোপনীয়তা বাবদ যা যা সরবরাহ করেছিলেন তা টাকার অংকে বেশ বড়।
তিনি আরও দাবি করেন, মার্চিক তার সরবরাহকৃত বিষয়গুলো ডিজনির কাছে হস্তান্তর করতে আইনের ফাঁকফোকর ব্যবহার করেছেন।
উডল তাই উডল ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইছেন। যা কিনা ‘মোয়ানা’র মোট আয়ের ২.৫ শতাংশ।
মামলার বিষয়ে ডিজনি জানায়, মোয়ানা নির্মাণের সময় বাদি পক্ষের দাবিকৃত কোন স্পর্শকাতর উপকরণ তারা দেখেনি।