দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর চাপের মুখে মঙ্গলবার যুক্তরাজ্যের লেবার পার্টির সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।
তার পদত্যাগের পর সিটি মিনিস্টারের শূন্য পদে লেবার পার্টির আরেক আইনপ্রণেতা এমা রেনলন্ডসকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
রয়টার্স জানিয়েছে, ৪৭ বছর বয়সী এমা এ বছর অনুষ্ঠিত যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উইকম্বে আসন থেকে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হন।
এর আগে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যবর্তী সময়ে সেন্ট্রাল ইংল্যান্ডের ভিন্ন একটি আসন থেকে এমপি হয়েছিলেন এমা।
ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারে জন্মগ্রহণ করা এমা রেনল্ডস পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
চলতি বছরের নির্বাচনে বিজয়ী হয়ে ১৪ বছর পর লেবার পার্টি যুক্তরাজ্যে সরকার গঠন করলে, সেই সরকারে সিটি মিনিস্টারের পদ পেয়েছিলেন ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক।
তবে মন্ত্রী হিসেবে যার দায়িত্ব ছিল আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধ করা, তিনি নিজেই সেই অভিযোগে বিদ্ধ হয়ে দায়িত্ব গ্রহণের আট মাসের মধ্যে বিদায় নিতে বাধ্য হয়েছেন।
তার খালা, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারের তকমা নিয়ে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই টিউলিপের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই প্রবল চাপের মুখে থাকা টিউলিপ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন।