বেন অ্যাফ্লেকের বাড়িতে হানা দিল এফবিআই এবং লস অ্যাঞ্জেলস পুলিশের যৌথ একটি দল। তাও আবার দাবানলে যখন পুড়ছে চারপাশের ঘরবাড়ি ঠিক সেই সময়।
এফবিআই-এর প্রেস রিলেশন অফিসের একজন প্রতিনিধি মার্কিন গণমাধ্যম পেইজ সিক্সকে জানায়, “এফবিআই-এর গ্রাউন্ড ইন্টারসেপ্ট টাস্ক ফোর্স খবর পায় যে দাবানলভুক্ত এলাকায় অননুমোদিত ড্রোনের সন্ধান পায়।”
“এই কারণে আমাদের এজেন্ট এবং স্থানীয় সহযোগীদের বেশ কিছু জায়গায়, এমনকি বাসভবনে, দেখা যেতে পারে।”
পেইজ সিক্স-কে একটি সূত্র জানিয়েছে, এফবিআই এজেন্টরা অ্যাফ্লেকের বাড়িতে এসেছিলেন সিসিটিভি ফুটেজের খোঁজে। কারণ দমকল কর্মীরা যখন আগুন নেভানোর জন্য সুপার স্কুপার (আগুন নেভানোর এয়ারক্রাফট) ব্যবহার করছিল তখন একটি প্রাইভেট ড্রোন তাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছিল।”
পেইজ সিক্স এ ব্যাপারে অ্যাফ্লেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া পায়নি ।
গত সপ্তাহেই, বেন অ্যাফ্লেক দাবানলের মুখে তার বাড়ি ছাড়তে বাধ্য হন। পরে জানা যায় তিনি তার সাবেক স্ত্রী জেনিফার গার্নারের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
পরবর্তীতে পেইজ সিক্স-এর আলোকচিত্রীর ক্যামেরায় তিন সন্তান ও জেনিফার গার্নারসহ বেন অ্যাফ্লেক বন্দী হন। এতে দেখা যায় অ্যাফ্লেক গার্নার ও তিন সন্তানের সঙ্গে চিন্তিত মুখে হেঁটে যাচ্ছেন।
ঠিক তার পরদিন, তার বাড়ি অক্ষত আছে জেনে বেন অ্যাফ্লেক নিজের বাড়িতে ফিরে আসেন। জানা যায়, জেনিফার লোপেজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় তিনি এই বাড়ি কিনে নেন।
ঘনিষ্ঠ এক সূত্র পেইজ সিক্সকে জানিয়েছে, “স্থানীয় নির্দেশনা অনুযায়ী, বেনের বাড়ি এখনও ‘খালি করার’ আওতাধীন। তবে তার বাড়ি আপাতত নিরাপদেই আছে রয়েছে।”
সূত্রটি আরও জানায়, “বেন এমন অনেক মানুষকে চেনেন যারা তাদের ঘর-বাড়ি হারিয়েছেন। তিনি অনেক ধ্বংসযজ্ঞ দেখেছেন। … বেন যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছেন।”
শনিবার, অ্যাফ্লেককে তার বাড়ির বাইরে নিজের বড় মেয়েকে আবেগভরে জড়িয়ে ধরতে দেখা যায়।
পেইজ সিক্স জানিয়েছে, এই সংকটময় সময়ে ডিপ ওয়াটার খ্যাত এই অভিনেতা তার আরেক সাবেক স্ত্রী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন।