Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

bd u-19 women
[publishpress_authors_box]

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। বিশ্বকাপ মঞ্চে নামার আগে ইংল্যান্ডকেও হারাল লাল-সবুজ জার্সিধারীরা। চরম নাটকীয় দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচে সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়েছে আফিয়া আসিমা ইরার দল।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ম্যাচে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে ইংল্যান্ড। জবাবে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে বাংলাদেশও করে ১১৩ রান। ফল নিষ্পত্তির জন্য ম্যাচ সুপার ওভারে গড়ালে সেখানে জয়ের হাসি বাংলাদেশের। এক ওভারের ‘লটারি’তে বাংলাদেশ ১১ রান করার পর ইংল্যান্ড ১ উইকেট হারিয়ে করতে পারে ৯ রান।

অবশ্য মূল ম্যাচেই ফল নিষ্পত্তি করার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। শেষ বলে দরকার ছিল মাত্র ১ রান, হাতে ১ উইকেট। স্ট্রাইকে থাকা হাবিবা ইসলাম পিংকি এই সমীকরণ মেলাতে পারেননি। তিনি রান আউট হলে ইংল্যান্ডের সমান ১১৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

এরপর সুপার ওভারে সাদিয়া আক্তারের ছক্কা জয় এনে দেয় লাল-সবুজ জার্সিধারীদের। তার ছক্কাতেই বাংলাদেশ কোনও উইকেট না হারিয়ে ১১ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ডের দিকে। ইংলিশ মেয়েরা ৯ রানের বেশি করতে পারেনি।

এর আগে আনিসা আক্তার ও ফাহমিদা ছোঁয়ার চমৎকার বোলিংয়ে ইংল্যান্ড ১১৩ রান করতে পারে। আনিসা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নেন ৩ উইকেট। অন্যদিকে ফাহমিদা ৩ ওভারে ২০ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন প্রিশা থানাওয়ালা।

১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে জুয়াইরিয়া ফেরদৌস ও সাদিয়া আক্তার দুজনই ২০ রানের ইনিংস খেলেন। ওপেনার ফাহমিদার ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর শেষ ওভারের নাটকে সুপার ওভারে যায় ম্যাচ। সেখানে জয়ের হাসি বাংলাদেশের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত