টেনিসের উন্মুক্ত যুগে গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ৪২৯ ম্যাচ খেলার রেকর্ড ছিল কিংবদন্তি রজার ফেদেরারের। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে নেমে সেই কীর্তি পেছনে ফেললেন নোভাক জোকোভিচ। গ্র্যান্ড স্লামে তার ম্যাচ এখন ৪৩০টি।
উপলক্ষ্যটা জোকোভিচ উদযাপন করেছেন জয় দিয়েই। পর্তুগালের জাইমে ফারিয়াকে হারিয়েছেন ৬-১, ৬-৭, ৬-৩, ৬-২ গেমে। তৃতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন টমাস মাচাকের।
উন্মুক্ত যুগে জোকোভিচ, ফেদেরারের পর তৃতীয় সর্বোচ্চ ৪২৩ ম্যাচ খেলেছেন সেরেনা উইলিয়ামস। আর কোন খেলোয়াড়ের ৪০০ ম্যাচ খেলার নজির নেই। রাফায়েল নাদাল ৩৫৮ আর ভেনাস উইলিয়ামস খেলেছেন ৩৫৬ ম্যাচ।
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম ম্যাচ
খেলোয়াড় | দেশ | ম্যাচ |
নোভাক জোকোভিচ | সার্বিয়া | ৪৩০ |
রজার ফেদেরার | সুইজারল্যান্ড | ৪২৯ |
সেরেনা উইলিয়ামস | যুক্তরাষ্ট্র | ৪২৩ |
রাফায়েল নাদাল | স্পেন | ৩৫৮ |
ভেনাস উইলিয়ামস | যুক্তরাষ্ট্র | ৩৫৬ |
৪৩০ ম্যাচের চূড়ায় বসে জোকোভিচের সন্তুষ্টি, ‘‘২০ বছর ধরে গ্র্যান্ড স্লামে খেলছি। জিতি বা হারি, সব সময় নিজের হৃদয় উজাড় করে খেলি। টেনিসের ইতিহাসে গ্র্যান্ড স্লামের চেয়ে বড় কিছু নেই। তরুণদের উদ্বুদ্ধ করে এই টুর্নামেন্ট। আমার প্রথম দেখা টেনিস খেলা ছিল উইম্বলডন ফাইনাল। ১৩০ বছর ধরে হচ্ছে এটা। আজ একটা কীর্তি গড়তে পেরে ভাগ্যবান ভাবছি নিজেকে।’’
অস্ট্রেলিয়ান ওপেনের অপর ম্যাচে স্পেনের কার্লোস আলকারাজ ৬-০, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে। তাও মাত্র ৮১ মিনিটে।
ম্যাচে ১৪টি ‘এস’ মেরেছেন আলকারাজ। সার্ভিসে দুর্বলতা কাটানোয় ম্যাচ শেষে ক্যামেরায় সই করার সময় আলকারাজ লেখেন, ‘‘আমি কি একজন সার্ভবট?’’ এরপর বললেন, ‘‘নিজের সার্ভিস নিয়ে খুশি আমি। মৌসুম শুরর আগে এটা নিয়ে অনেক পরিশ্রম করেছিলাম।’’