Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

অর্থ পাচারের অভিযোগ : শামীম ওসমান ও নানকের বিরুদ্ধে মামলা

shamim and nanok
[publishpress_authors_box]

সাড়ে ৪০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় দুজনের পরিবারের সদস্যসহ আরও চারজনকে আসামী করা হয়েছে।

বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ ও নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাগুলো করেন। দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলায় বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর হিসাবে আন্তর্জাতিক ইনকামিং কল বাবদ ওই অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

একটি মামলায় নারায়ণগঞ্জ- ৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে তার স্ত্রী ও কে টেলিকমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান সালমা ওসমান, তার ওই প্রতিষ্ঠানের এমডি তানভীর আহমেদকে আসামি করা হয়েছে।

মামলায় বিটিআরসির আইজিডব্লিউ লাইসেন্সধারী অপারেটর ও কে টেলিকমিউনিকেশন্স আন্তর্জাতিক ইনকামিং কল মিনিটের মূল্য বাবদ ২ কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৮ মার্কিন ডলার বা ১৯৩ কোটি ৯১ লাখ ১৮ হাজার ৬০৩ টাকা পাচার করে কিংবা আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানিলন্ডারিং অপরাধ করেছেন।

আরেকটি মামলায় জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও রাতুল টেলিকমের চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু, তার মেয়ে ওই প্রতিষ্ঠানের পরিচালক এস আমরীন রাখিকে আসামি করা হয়েছে।

এ মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা বা ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ ডলার পাচার করে কিংবা দেশের স্বার্থে আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। তারপর থেকে দুর্নীতি, হত্যা, গুম ও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বেরিয়ে আসছে বিভিন্ন নেতাকর্মীদের দুর্নীতির তথ্য।

শামীম ওসমান নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তার ভাই প্রয়াত এ কে এম নাসিম ওসমান ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য। আরেক ভাই সেলিম ওসমান ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য। শেখ হাসিনার পঞ্চম মন্ত্রিসভায় তিনি বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানককে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত