জাতীয় টেবিল টেনিস দলের তারকা খেলোয়াড় রামহিম লিয়ান বম ও জাভেদ আহমেদের পাশে এসে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগামী ২ বছরের জন্য দুজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওষুধ কোম্পানিটি।
পুরুষ এককের বর্তমান র্যাঙ্কিংয়ে রামহিম আছেন শীর্ষে ও জাভেদ চারে। এই দুজনের অনুশীলন, সরঞ্জামসহ নানা রকম সুযোগ সুবিধা
এই সময়ে তাদের মাসিক ভাতা ছাড়াও উন্নত প্রশিক্ষণ এবং দেশের বাইরে খেলার ব্যাপারে সাহায্য করার প্রতিশ্রুতি মিলেছে। বুধবার প্রতিষ্ঠানটির অন্যতম ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সাইদ আহমেদ নিজেদের কার্যালয়ে দুজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছেন।
চুক্তি শেষে জাভেদ আহমেদ সকাল সন্ধ্যাকে বলেন, “ এভাবে কোনও টেবিল টেনিস খেলোয়াড়ের সঙ্গে আগে কোনও প্রতিষ্ঠান চুক্তি করেনি। কিন্তু এই প্রতিষ্ঠান আমাদের নিয়ে আগ্রহ দেখিয়েছে। দুই বছরের জন্য চুক্তিও হয়েছে আজ। চুক্তির আলোকে তারা মাসিক ভাতা ও অন্যান্য সুবিধাদি দেবে। খেলার মানোন্নয়নে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে। প্রয়োজনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা এমন পৃষ্ঠপোষক পেয়ে অনেক খুশি। নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রতি আমরা কৃতজ্ঞ।”