মাধ্যমিকের পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে দুটি পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলায় অনেকে আহত হয়েছে।
বুধবার দুপুরের এই হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং পাহাড়ের তিনটি ছাত্র ও নারী সংগঠন। আর বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্টি। এরপর সরকার সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয়।
সেই ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র কর্মসূচিতে হামলার ছবি সোশাল মিডিয়ায় ছড়োলে অনেকেই উদ্বেগ ও নিন্দা জানান।
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ রাখা এবং জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে।
অন্যদিকে পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একদল মানুষ।
সংঘর্ষের ঘটনার পর পাহাড়ের প্ল্যাটফর্মটির নেতারা বলেন, তাদের ওপর স্টুডেন্ট ফর সভরেন্টি হামলা চালিয়েছে।
তবে তাদের এই হামলার অভিযোগ অস্বীকার করেছে স্টুডেন্ট ফর সভরেন্টি।
আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরীহ শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ (বুধবার) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
হামলার ঘটনাকে জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা বলে উল্লেখ করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ
হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক কমিটি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের সংগঠনের হামলায় বিভিন্ন জাতিসত্তার নাগরিকেরা মারাত্মক আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরব ভূমিকা পালন করতে দেখা যায়নি। তারা সক্রিয় ভূমিকা পালন করলে এ ধরনের ন্যক্কারজনক হামলা দেখতে পেতাম না। মিছিল কিংবা সমাবেশে হামলা পতিত নিষিদ্ধ ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগের কায়দার বহিঃপ্রকাশ।
সেখানে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদ–উত্তর বাংলাদেশে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে যারা হামলা করে বাধাগ্রস্ত করতে চায়, তাদের অতিসত্বর আইনের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ তদন্ত করে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
পাহাড়ের তিন ছাত্র ও নারী সংগঠনের প্রতিবাদ
‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র-জনতা’র কর্মসূচিতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাহাড়ের তিনটি ছাত্র ও নারী সংগঠন। বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো পৃথক দুইটি বিবৃতিতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো- সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) এবং প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্রের পাঠ্যবই থেকে উগ্র-সাম্প্রদায়িক, মৌলবাদী ও কায়েমী স্বার্থবাদী সংগঠন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ দাবির মুখে বাছবিচার ছাড়া এনসিটিবি কতৃর্পক্ষ ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাতিল করে।
তারা বলছে, এনসিটিবির এহেন সিদ্ধান্তের প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা আজ এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি গ্রহণ করে। পূর্বনির্ধারিত কর্মসূচি মোতাবেক বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে এনসিটিবি কার্যালয়ে অভিমুখে রাওয়া হয়। মিছিলটি এসসিটিবি কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা উগ্র-মৌলবাদী ও সাম্পদায়িক গোষ্ঠী পুলিশের উপস্থিতিতে ক্রিকেট স্ট্যাম্প, চাপাতি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ১৭ জন আহত হন। এদের মধ্যে আদিবাসী নেতা অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান, পাহাড়ী ছাত্র পরিষদের সহসভাপতি রেং ইয়ং ম্রো, সাংবাদিক জুয়েল মারাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রুপাইয়া শ্রেষ্ঠা, বাগাছাসের ছাত্রনেতা ডন যেত্রা গুরুত্বর আহত হন।
সেসময় হামলাকারীদের প্রতিহত করতে পুলিশকে তৎপর হতে দেখা যায়নি বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।