Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

এবারও বদলায়নি সাবিনাদের ভাগ্য !

সাবিনা খাতুনেরা এবারও ফিফা প্রীতি ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তায় আছে।
সাবিনা খাতুনেরা এবারও ফিফা প্রীতি ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তায় আছে।
[publishpress_authors_box]

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পেরিয়ে গেছে প্রায় আড়াই মাস। কিন্তু এই কয়েক মাস কোনও খেলার আয়োজন করতে পারেনি বাফুফে। আর খেলা নেই বলে গ্রামের বাড়িতে সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে রঙিন শাড়ি পরা ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন সানজিদা আক্তার-মাসুরা পারভীনরা। কেউ আবার পরিবার নিয়ে গল্প-আড্ডার দৃশ্যগুলোও ফ্রেমবন্দি করছেন। গত বছরের অক্টোবরে নেপালে নারী সাফ শিরোপা জেতার পরও বাংলাদেশের মেয়েদের সময় কেটেছিল এভাবেই।

ঠিক একই ছবি। আগেরবার সাফ শিরোপা জেতার পর যা যা হয়েছিল এবারও তাই হচ্ছে। শিরোপার আনন্দ-আতিশয্যে ‘এটা করবো-ওটা করবো’ বলে নানা উদ্দীপনামূলক কথা বলেন বাফুফে কর্তারা। আগেরবারও অসার প্রমাণিত হয়েছিল, এখনও হচ্ছে।    

এবারও কোনও প্রীতি ম্যাচ আয়োজনের আশ্বাস দিতে পারছে না বাফুফে। ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে খেলার প্রতিশ্রুতি দিয়েও শেষমেষ দল না পাওয়ার অজুহাত দিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি এখন বলছেন মার্চের উইন্ডোর দিকে।

কিরণের এই মন্তব্যে ফিরে আসছে ২০২২ সালের স্মৃতি। সে বছর সাফ জেতার পর মেয়েদের নিয়ে অনেক স্বপ্ন দেখিয়েও বাস্তবে ম্যাচ খেলাতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সাফ জয়ের ৯ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাবিনারা। এবারও যেন সেই পুরোনো খেলায় মেতেছে বাফুফে।

নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে সাবিনা ও মারিয়া। ছবি: সকাল সন্ধ্যা

অথচ ২০২৪ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশের বড় দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও নেপাল তাদের ম্যাচের সূচিও প্রকাশ করেছে। ভারত এরই মধ্যে মালদ্বীপের সঙ্গে দুটি ম্যাচ খেলেছে। আর ফেব্রুয়ারি উইন্ডোতে কিরগিজস্তান, লেবানন ও মিয়ানমারকে নিয়ে চার জাতি টুর্নামেন্ট আয়োজন করছে স্বাগতিক নেপাল। প্রতিবেশী দেশগুলো প্রীতি ম্যাচ খেলার দল পায়, বাংলাদেশের মেয়েরা সুযোগই পায় না। মেয়েরা শিরোপা উপহার দিয়ে বাফুফেকে ক্ষেত্র প্রস্তুত করে দিলেও তারা পারে না। এখনও পর্যন্ত প্রতিশ্রুত দেড় কোটি টাকার বোনাসও তুলে দিতে পারেনি মেয়েদের হাতে।

ক্যাম্প শুরু হলেও অধিনায়ক সাবিনাসহ কয়েকজন ফুটবলার বাড়তি ছুটি চেয়েছেন। ছুটি কাটিয়ে ১৮ জানুয়ারি তাদের ক্যাম্পে আসার কথা।

নারী ফুটবলারদের অনুশীলন দুয়েক দিনের মধ্যেই শুরু হওয়ার কথা। সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদ মাধ্যমকে বলেন, “সহকারী কোচের অধীনে অনুশীলন চলবে। আমাদের এখন ফিটনেস নিয়ে কাজ হবে সেটা সহকারী কোচই দেখভাল করবে। প্রধান কোচ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে আমরা জানাব।”পিটার বাটলারকেই চূড়ান্ত করা হবে কিনা সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি ইমরান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত