Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

কেন অমিতাভ বচ্চনকে ঘৃণার কথা জানিয়েছিলেন রেখা

অমিতাভ বচ্চন রেখা
[publishpress_authors_box]

রূপালি পর্দার মহীরুহদের জীবনে কত কীইনা ঘটে। তা হোক পর্দায় অথবা বাস্তব জীবনে। মাঝে মধ্যে এ দুটোই তাদের জীবনে মিলমিশ করে চলে। এই যেমন বলিউডের একসময়কার হার্টথ্রব রেখা, অমিতাভ বচ্চন-কে নাকি বলেছিলেন ‘তোমাকে ঘৃণা করি’। আর তা নিয়ে কত না গল্প। কারণ এই দুজনের চলছিল নাকি রোমান্স। আর এ কথা জানতেন স্ত্রী জয়া বচ্চনও!  

ঘটনার দিন মুখোমুখি অমিতাভ আর রেখা। ঘটনার সাক্ষী ছিল ১৫ হাজার দর্শক। রেখা কথাটা বলার পরই দর্শকদের মধ্যে নেমে আসে পিনপতন স্তব্ধতা। আর এই স্তব্ধতায় কি খানিক খুশি হয়েছিলেন জয়া বচ্চন?  

শোনা যায়, বলিউডের সে সময়ের ‘শাহেনশা’র সংসার বাঁচাতেই নাকি রেখা নিজেই এই পদক্ষেপ নিয়েছিলেন। আবার এ-ও শোনা যায়, রেখা-কে নাকি এভাবে বলতে বাধ্য করা হয়েছিল।

কিন্তু কে রেখাকে এই কথা বলতে বাধ্য করেছিলেন?

অনেকের ধারণা নির্মাতা বিআর চোপড়া তার সিনেমা ‘সিলসিলা’ তে রেখাকে এই কথা বলতে বাধ্য করেন।

ওই সিনেমাতে রেখা-অমিতাভ-জয়ার ত্রিকোণ প্রেমকে পর্দায় জীবন্ত তুলে আনেন নির্মাতা। সেখানেই রেখার সংলাপ ছিল, অমিতাভকে তিনি ঘৃণা করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতি আবারও স্মরণ করলেন রেখা।

সাক্ষাৎকারে রেখা বলেন, এই সংলাপ বলতে তিনি কিছুতেই রাজি ছিলেন না। শেষে ‘বিগ বি’ স্বয়ং উদ্যোগী হয়ে রেখাকে বোঝান। বোঝাতে গিয়ে অমিতাভ হলিউড অভিনেতা জেমস ডিনের এক গল্প বলেন রেখাকে। সেখানেও নাকি জেমস ডিনকে প্রায় একই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। তবে মনের জোরে নিজের দ্বিধা কাটিয়ে ওঠেন অভিনেতা।

পরে অমিতাভের সহায়তায় এক টেকেই সেই সংলাপ বলে ফেলেন রেখা। বলেন- “তোমাকে ঘৃণা করি।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত