ঢাকার মতিঝিলে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় গ্রেপ্তার দু’জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, আরিফ আল খবির ও মো. আব্বাস।
মতিঝিল থানার সাধারণ ডায়রিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করেন ওই থানার উপপরিদর্শক কাজী আরমান হোসেন। তিনি বিচারকের কাছে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
মাধ্যমিকের পাঠ্যবইয়ে ‘আদিবাসী’শব্দসংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে বুধবার এনটিসিবি ভবনের সামনে কর্মসূচি পালন করতে যায় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামে একটি সংগঠনের সদস্যরা। একই দিন সকালে পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ রাখা এবং জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন এনসিটিবি ভবন ঘেরাও করে।
দুই পক্ষের কর্মসূচি চলাকালে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র সদস্যদের ওপর হামলা চালানো হয়। পাহাড়ের প্ল্যাটফর্মটির নেতারা বলেন, তাদের ওপর স্টুডেন্ট ফর সভরেন্টি হামলা চালিয়েছে।
তবে তাদের এই হামলার অভিযোগ অস্বীকার করেছে স্টুডেন্ট ফর সভরেন্টি।
এ ঘটনায় বুধবারই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে ফেইসবুক পোস্টে নিশ্চিত করেছিলেন সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও মাহফুজ আলম।