Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

রিয়ালে আসছেন আরনল্ড-ডেভিস, আল নাসরেই রোনালদো

kkkkkkkkkkkkkkkkkkkkk
[publishpress_authors_box]

এল ক্লাসিকোয় বিবর্ণ ছিল রিয়াল মাদ্রিদের রক্ষণ। স্প্যানিশ সুপার কাপের ম্যাচটিতে ৫ গোল হজম করা দলটিকে দেখে মনে হচ্ছিল, রক্ষণ মনে হয় বাড়িতে রেখে এসেছে! তাই রক্ষণের শক্তি বাড়াতে চলেছে রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।

লিভারপুলের ট্রেন্ড আলেকজান্ডার আরনল্ডের সঙ্গে অনেক দিন ধরে আলোচনা চলছিল রিয়ালের। জুনের পর তার সঙ্গে চুক্তি শেষ লিভারপুলের। মাদ্রিদ ভিত্তিক দৈনিক ‘মার্কা’ নিশ্চিত করেছে, আরনল্ডের সঙ্গে সমঝোতা হয়ে গেছে রিয়ালের। লিভারপুলে আর চুক্তি বাড়াচ্ছেন না ২৬ বছরের এই ডিফেন্ডার।

তাহলে কবে আসছেন আরনল্ড? মার্কা জানিয়েছে, সেই সময়টা নির্ধারিত হয়নি এখনও। রিয়াল তাকে জানুয়ারিতে চায়। এজন্য লিভারপুলের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ২০ মিলিয়ন পাউন্ডের। লিভারপুল সেটা প্রত্যাখান করেছে। শেষ পর্যন্ত লিভারপুল না ছাড়লে মৌসুম শেষে জুনে বিনে পয়সাতেই রিয়ালে আসবেন আরনল্ড।

তার পাশাপাশি বায়ার্ন মিউনিখের কানাডিয়ান ডিফেন্ডার আলফনসো ডেভিসকেও দলে ভেড়াতে চায় রিয়াল। মৌসুম শেষে তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বায়ার্নের। মার্কার তথ্যমতে, রিয়ালের সঙ্গে যোগাযোগ করেছেন ডেভিস। নতুন মৌসুমে তিনিও আসছেন বিনে পয়সায়।

এদিকে মার্কা জানিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদো থেকে যাচ্ছেন আল নাসরেই। এজন্য ক্লাবের মালিকানার ৫ শতাংশ দেওয়া হবে পর্তুগিজ মহাতারকাকে। এক মৌসুমে জন্য তার বেতন হবে ১৮ কোটি ৩০ লাখ ইউরো যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা।

 সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা পাবেন রোনালদো!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত