Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

শুক্রবার আরও ৩০ মিনিট আগে ছাড়বে মেট্রোরেল 

metrorail
[publishpress_authors_box]

এখন থেকে শুক্রবার আরও ৩০ মিনিট আগে থেকেই চলবে মেট্রোরেল।

সাপ্তাহিক ছুটির দিনটিতে মেট্রোরেল চলাচল শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে এনেছে মেট্রোরেলের নিয়ন্ত্রণ ও পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১৭ জানুয়ারি থেকেই যাত্রীরা এই সুবিধা পাবেন বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমটিসিএল।

এদিন বিকাল সাড়ে তিনটার পরিবর্তে ৩০ মিনিট আগে বিকাল তিনটা থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহণ শুরু করবে মেট্রোরেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে বেলা ২টা ৪৫ মিনিট থেকে আর মতিঝিল স্টেশনে বিকাল ৩টা ৫ মিনিট থেকে যাত্রীরা এককযাত্রার টিকেট কিনতে পারবেন। সেই সঙ্গে এসময় র‌্যাপিড পাস কেনা ও টপআপও করা যাবে।

উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টা ৪০ মিনিটে।

সেই সঙ্গে আগের মতোই শুক্রবার উভয় দিক থেকেই প্রতি দশ মিনিট পরপর ট্রেন ছাড়া হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত