Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশের সহকারী কোচ

pothas2
[publishpress_authors_box]

এখনও এক বছরের বেশি চুক্তির মেয়াদ বাকি বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাসের। সামনেই আবার চ্যাম্পিয়নস ট্রফির মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এমন সময়ই কিনা চাকরি ছাড়লেন  দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার।

বাংলাদেশ কিছুদিন আগে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। তাহলে কি সালউদ্দিনের জন্যই চাকরি ছাড়লেন তিনি? নিক পোথাস অবশ্য আজ (শুক্রবার) ফেইসবুকে করা পোস্টে কারণ হিসেবে উল্লেখ করেছেন পরিবারকে।

পোথাস লিখেছেন, ‘‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে দারুণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি আর অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। পরের অধ্যায়ে কী আছে দেখা যাবে এরপর।’’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য জানালেন চাকরি ছাড়ার খবর বিসিবিকে আগেই জানিয়েছিলেন পোথাস, ‘‘পারিবারিক সমস্যার কথা বলে ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই পোথাস জানিয়েছিলেন বিসিবির সঙ্গে আর কাজ না করার কথা।’’

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাংলাদেশ দলের কোচিং স্টাফে সিনিয়র সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। আর সেই সফর শেষেই বিসিবিকে ‘না’ করে দিয়েছেন পোথাস। অথচ ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া পোথাসের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

নিজের ফেইসবুক পেজে বাংলাদেশে দলের জন্য শুভকামনাও জানিয়েছেন পোথাস, ‘‘বাংলাদেশ ক্রিকেটের সবার জন্য আর সামনে রোমাঞ্চকর একটি বছরের জন্য শুভকামনা থাকল। তোমাদের মিস করব আমি।’’

এর আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা আর ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন পোথাস। তিনি বাংলাদেশে নিয়োগ পেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে। গত অক্টোবরে হাথুরুর পর আজ থেকে শেষ হল পোথাস অধ্যায়ও।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত