রাজধানী ঢাকার হাজারীবাগে সাততলা ভবনের পাঁচতলায় একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে পৌঁছায় আরও ৯টি ইউনিট। তাদের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যা ৭টার দিকে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
উদ্ধার কাজে সহায়তার জন্য এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ভবনটিতে ফায়ার সেইফটি প্ল্যান ছিল না। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল।
আগুন ভবনের ৫, ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়েছিল জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৩ ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।”