Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

টাকা পেয়ে ‘দুর্বার’ রাজশাহী, বিজয়ের ৪০০০

টি-টোয়েন্টিতে ৪০০০ রানের মাইলফলকে পা রেখেছেন এনামুল হক বিজয়। ছবি : দুর্বার রাজশাহী
টি-টোয়েন্টিতে ৪০০০ রানের মাইলফলকে পা রেখেছেন এনামুল হক বিজয়। ছবি : দুর্বার রাজশাহী
[publishpress_authors_box]

টাকা না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। গুঞ্জন ছড়িয়েছিল আজ (শুক্রবার) সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে তাদের ম্যাচ বয়কট করারও। তবে বিসিবির ধমক ও উদ্যোগের পর সমস্যার কিছুটা সমাধান হয়েছে।

 বৃহস্পতিবার রাতে রাজশাহীর খেলোয়াড়রা নগদ পেয়েছেন ২৫ শতাংশ পারিশ্রমিক। এছাড়া দেওয়া হয়েছে ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক, যা নগদায়ন হওয়ার কথা রবিবার। সেক্ষেত্রে রবিবার ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়ে যাওয়ার কথা তাদের।

 বিসিবির একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ অর্থ প্রদান করেছে শুধু ঢাকা ক্যাপিটালস। অন্য দলগুলোর সবাই ক্রিকেটারদের দিয়েছে ২৫ শতাংশ পারিশ্রমিক।

এরই মাঝে রাজশাহী আবার দলে ভিড়িয়েছে দুই বিদেশিকে। আজ (শুক্রবার) এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক দেয়াল আর আফগানিস্তানের পেসার আফতাব আলমকে নেওয়ার কথা জানিয়েছে তারা।

পারিশ্রমিক পাওয়ায় আজ দুর্বারই ছিল রাজশাহী। সিলেটের বিপক্ষে তারা জিতেছে ৬৫ রানের বড় ব্যবধানে।

চট্টগ্রামে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রানের বড় স্কোর গড়েছিল রাজশাহী। রায়ান বার্ল ২৭ বলে ৪১, অধিনায়ক এনামুল হক বিজয় ২২ বলে ৩২ আর ইয়াসির আলী খেলেন ১০ বলে ১৯ রানের ইনিংস। রুয়েল মিয়া ৩২ রানে ৩ উইকেট আর নাহিদুল ইসলাম নিয়েছেন ২০ রানে ২ উইকেট।

জবাবে ১৭.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। জাকির হাসান করেন ২৮ বলে ৩৯ রান। জাকের আলীর ব্যাট থেকে আসে ২০ বলে ৩১ রান। ২৫ রানে ৩ উইকেট সানজামুল ইসলামের।

এনামুল হক বিজয় ম্যাচটি খেলতে নেমেছিলেন টি-টোয়েন্টিতে ৩ হাজার ৯৮০ রান নিয়ে। ৩২ রানের ইনিংসের পথে তিনি পা রেখেছেন ৪ হাজার রানের মাইলফলকে।

৬ ম্যাচে দুটি করে জয় নিয়ে সমান ৪ পয়েন্ট ছিল রাজশাহী ও সিলেটের। আজ জিতে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল রাজশাহী। আর ছয় নম্বরে নেমে গেল সিলেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত