দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা টাকা না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল সিলেটের সঙ্গে তাদের ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচের আগের রাতে ২৫ শতাংশ পারিশ্রমিক নগদ দেওয়া হয় ক্রিকেটারদের। এরই প্রতিফলন মাঠের পারফরম্যান্সে। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারাল দুর্বার রাজশাহী।
২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাজশাহীর সানজামুল ইসলাম। সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের চেয়ে টাকা পাওয়া না পাওয়া নিয়ে বেশি প্রশ্ন করা হলো ৩৫ বছর বয়সী এই স্পিনারকে। এ নিয়ে সানজামুল বললেন, ‘‘পেমেন্ট আমাদের অবশ্যই প্রয়োজন। সাথে দেখবেন আমরা চারজন বিদেশি নিয়ে খেলেছি। মানে পুরো শক্তির দল নিয়ে খেলেছি। সবাই নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে। এজন্য আমরা জিততে পেরেছি।’’
টাকা না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর খেলোয়াড়রা। তবে টাকা পাওয়ার পর মাঠের বাইরের চাপ কেটে যাওয়ার কথাই বললেন সানজামুল, ‘‘তারা যে কমিটমেন্ট করেছে সে অনুযায়ী আমাদের পেমেন্ট করেছে। প্রতিশ্রুতির পুরো টাকাটা দিয়েছে। যখন আমরা মাঠে চলে আসি তখন সবকিছু ভুলেই আসতে হয়। আমাদের কাজ পারফর্ম করা, মাঠে খেলা। ম্যাচের আগে টাকা পাওয়ায় চাপটা কেটে গেছে। এজন্য আমাদের আর কোন চাপ ছিল না। এবং আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছি।’’