Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

৩ দল নিয়ে শুরু হচ্ছে মেয়েদের বিপিএল, বিদেশি ১ জন

চট্টগ্রামে মেয়েদের বিপিএল নিয়ে কথা বলছেন নাজমুল আবেদীন ফাহিম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে মেয়েদের বিপিএল নিয়ে কথা বলছেন নাজমুল আবেদীন ফাহিম। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

এবারের বিপিএলে খেলোয়াড়দের টাকা পরিশোধ না হওয়া নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিসিবি। এরই মাঝে আজ (শুক্রবার) বিসিবি সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের বিপিএল আয়োজনের। এ নিয়ে অবশ্য আলোচনা ছিল আগে থেকেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এর আগে বলেছেন, ছেলেদের বিপিএল শেষে মেয়েদের বিপিএল করার কথা। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল সেটা।

ছেলেদের বিপিএল শেষের কিছুদিন পরই প্রথমবার মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। তবে দল থাকবে কেবল ৩টি, আর প্রতিটা দল মাঠে নামাতে পারবেন মাত্র ১ জন বিদেশি ক্রিকেটার।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে। ছেলেদের বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকার মিরপুরে।’’

মেয়েদের বিপিএলের মেয়াদ নিয়ে ফাহিম জানালেন, ‘‘ ৮ থেকে ৯ দিনের মধ্যে এটা শেষ হবে। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। তারা আগ্রহও দেখিয়েছে। আমরা আশা করছি এটা মেয়েদের ক্রিকেটকে আর একটা পর্যায়ে উন্নীত করতে পারবে।’’ ছেলেদের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল আগ্রহী মেয়েদের বিপিএলেও।

তবে মাত্র তিন দল কেন? এমন প্রশ্নে ফাহিম বললেন, ‘‘একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে যে মানের ক্রিকেটার দরকার, আমার মনে হয় না এর চেয়ে বেশি দল করলে সেটা হতে পারত। চার দল নিয়েও করার কথা ভাবা হয়েছিল। তবে আমরা মনে করেছি তিনটা দল নিয়ে করতে পারলে খুব প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে।’’

টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে ফাহিম জানালেন, ‘‘তিনটা দল দুটো রাউন্ড খেলবে। প্রতি রাউন্ডে তিনটা করে ম্যাচ হবে। দুটো রাউন্ড মানে ছয়টা ম্যাচ হবে। তারপর ফাইনাল হবে। সেরা দুটো দল ফাইনাল খেলবে। মোট সাতটা ম্যাচ হবে।’’

বিপিএল বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতিটা দল খেলায় চারজন বিদেশি। কিন্তু মেয়েদের বিপিএলে প্রতিটা দল মাঠে নামাতে পারবেন একজন বিদেশি । এর কারণ ব্যাখ্যায় ফাহিম জানালেন, ‘‘একজন বিদেশি খেলোয়াড় সব দলে খেলতে পারবে। দেশি খেলোয়াড় নিবন্ধিত হবে ১৫ জন করে। বিদেশিদেরটা ওপেন রেখেছি। তবে মাঠে নামতে পারবে একজন করে। দুটি কারণ আছে। একটা কারণ আর্থিক। চারজন বিদেশি নিতে গেলে যে আর্থিক চাপটা পড়বে এই মুহূর্তে দলগুলো সেটা নিতে চাচ্ছে না। আরেকটা কারণ হচ্ছে আমাদের নিজেদের খেলোয়াড়দের সুযোগটা দিতে চাই।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত