Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

২০২৬ বিশ্বকাপে নেইমারের ফেভারিট আর্জেন্টিনা

neymar-messi-88
[publishpress_authors_box]

ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। কিন্তু শিরোপা জেতাতে পারেননি। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে স্বপ্নসারথী হয়েও হতাশায় ডুবেছেন। চোটের কারণে খেলতে পারেননি সেমিফাইনালে। পরের দুই বিশ্বকাপে আরও খারাপ অবস্থা ব্রাজিলের। সামনে ২০২৬ বিশ্বকাপ, এটাই হবে নেইমারের শেষ বিশ্বকাপ। ৪৮ দলের ফুটবল মহাযজ্ঞে তার ফেভারিট আর্জেন্টিনা। তবে ব্রাজিলেরও সুযোগ দেখছেন তিনি।

আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ২০২২ সালে কাতার থেকে জিতেছে তৃতীয় বিশ্বকাপ। ওই আসরের পর এখনও ছন্দে রয়েছে দলটি। জিতেছে ২০২৪ সালের কোপা আমেরিকা। লিওনেল মেসি এখনও খেলে যাচ্ছেন। দলীয় দৃঢ়তা ও পারফরম্যান্সে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছেন নেইমার। একইসঙ্গে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কাতার বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্সকেও রাখছেন ফেভারিটের তালিকায়।

সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোমারিও’র পডকাস্টে কথা বলেছেন নেইমার। সেখানে ২০২৬ বিশ্বকাপে ফেভারিট প্রসঙ্গে আল হিলাল ফরোয়ার্ড বলেছেন, “ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অবস্থানে রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার কথা বলতে হবে। তারা আত্মবিশ্বাসে ভরপুর।”

তাই বলে ব্রাজিলের শিরোপা আশা ছেড়ে দিচ্ছেন না নেইমার। সেলেসাওরা ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়িয়েছে এবং দলে ভিনিসিয়ুস জুনিয়র ও রোদ্রিগোর মতো ইনফর্ম খেলোয়াড় থাকায় যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা স্বপ্ন দেখছেন তিনি, “বিশ্বকাপ মঞ্চে এটাই আমার শেষ খেলা। আমাদের শক্তিশালী খেলোয়াড় রয়েছে যারা চ্যাম্পিয়ন করতে পারে দলকে। ভিনি (ভিনিসিয়ুস জুনিয়র) এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। রোদ্রিগো অবিশ্বাস্য ফর্মে রয়েছে।”  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত