ইংল্যান্ড সিরিজের স্মৃতিই ফিরল মুলতানে। গত অক্টোবরে এই মাঠেই ইংল্যান্ডের ২০ উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন পাকিস্তানের দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান। ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে প্রথম টেস্টেও জ্বলে উঠেছেন তারা। এবার নোমান-সাজিদের শিকার ৯ উইকেট। তাদের ঘূর্ণিজাদুতে মুলতান টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের দাপট।
ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট পেয়েছিলেন নোমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে সাজিদের শিকার ৪ উইকেট। দুই প্রান্ত থেকে তাদের ভেল্কিতে মাত্র ২৫.২ ওভার টিকতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে করতে পারে ১৩৭ রান। তাতে প্রথম ইনিংসে ২৩০ রান করা পাকিস্তান ৯৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১০৯ রান। লিড নিয়েছে ২০২ রানের।
ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার গুঁড়িয়ে দেন সাজিদ। ক্যারিবিয়ানদের প্রথম ৪ উইকেটই নেন ডানহাতি স্পিনার। এরপর মিডল অর্ডারে কোপ বসান নোমান। তাদের বিষাক্ত স্পিনে বিধ্বস্ত সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ৯১ রানে হারায় ৯ উইকেট। এরপরও ওয়েস্ট ইন্ডিজ ১৩৭ রান করতে পেরেছে লেজের দুই ব্যাটার জোমেল ওয়ারিকান ও জেডেন সিলসের ঝড়ো ব্যাটিংয়ে। ওয়ারিকান ২৪ বলে অপরাজিত থাকেন ৩১ রানে। অন্যদিকে সিলস ১৩ বলে করেন ২২ রান।
নোমান ১১ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৫ উইকেট। টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়া সাজিদ ৬৫ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি আরেক স্পিনার আবরার আহমেদের।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন শান মাসুদ ও মোহাম্মদ হুরাইরা। হুরাইরা ২৯ রান করে আউট হন। অধিনায়ক মাসুদ হাফসেঞ্চুরির পর রান আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। ৭০ বলে ২ চার ও ২ ছক্কায় তিনি করেন ৫২ রান। বাবর আজম আউট ৫ রানে।
দিনের বাকি সময়টা পার করে দিয়েছেন কামরান গুলাম (৯*) ও সৌদ শাকিল (২*)। ক্যারিবিয়ান বাঁহাতি স্পিনার ওয়ারিকান ১৭ রানে পেয়েছেন ২ উইকেট।