Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

পল্লীকবি জসিমউদ্দিনের কাব্যে ইমন চৌধুরীর ‘বেঙ্গল সিম্ফনি’-এর সুরযাত্রা

ইমন চৌধুরী, বেঙ্গল সিম্ফনি
[publishpress_authors_box]

প্রতিনিয়তই নতুন নতুন গানে শ্রোতাদের মাতিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী ও সংগীত পরিচালক ইমন চৌধুরী।

শুধু নিজের গানই নয়, বৈচিত্র্যময় জনপ্রিয় শিল্পী ও মিউশিয়ানদের নিয়ে গড়া গানের দল নিয়ে দেশের নানা প্রান্তে বর্ণাঢ্য শোও করছেন তিনি।

কোক স্টুডিওতে ইমন চৌধুরীর সংগীতায়োজনে জনপ্রিয়তা পাওয়া বেশ কিছু গানের পর তার এই সংগীতযাত্রা যেন নতুন মাত্রা পেয়েছে। যার চূড়ান্ত গন্তব্য এখন বেঙ্গল সিম্ফনি।

মেজবাউর রহমান সুমনের হাওয়া সিনেমায় ইমন চৌধুরীর সংগীতায়োজনে তুমুল জনপ্রিয়তা পাওয়া সাদা সাদা কালা কালা গানটি করতে গিয়েই গানের মানুষগুলোর এই দানা বেঁধে এক হওয়ার যাত্রাটা শুরু।

তবে কোন ব্যান্ড নয়, গাইতে গাইতেই গানের দল বেঙ্গল সিম্ফনি নামে একত্রিত হয়েছেন দেশের ২৫জন শিল্পী।

ইমন চৌধুরী বলেন, “সাদা সাদা কালা কালা গানটি যখন হয় তখন অনেক শিল্পী মিলে কাজের অভিজ্ঞতাটা হয়। গানের প্রচারণায় একসঙ্গে গাইতে গিয়ে বন্ধনটা আরও দৃঢ় হয় সবার। তারপর কোক স্টুডিও তো আছেই। সবমিলে আমরা প্রায় পঁচিশজন মিলে এই বেঙ্গল সিম্ফনি । এটি একটি গানের দল কিন্তু প্রথাগত অর্থে ব্যান্ড নয়।”

শনিবার প্রকাশিত হল বেঙ্গল সিম্ফনি-এর প্রথম গান। পল্লীকবি জসীমউদ্দীনের হলুদ বরণী কবিতা অবলম্বনে ফুল নেয়া ভালো নয় শিরোনামে প্রথম গানটিতে সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন ইমন চৌধুরী।

প্রথম গানটি নিয়ে ইমন চৌধুরী বলেন, “পল্লীকবির গান দিয়ে শুরু করার কারণ হল, আমরা মনে করি বাংলাদেশের যে রিসোর্স তা আমরা কাজে লাগাতে চাই। আমাদের শিল্প সাহিত্যের সম্ভার থেকে সুর সৃষ্টি করতে চাই। সবমিলে বাংলাদেশের সুরের সিম্ফনি আমরা পৃথিবীময় ছড়িয়ে দিতে চাই। সে যাত্রাই শুরু হল।”

গানটির ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত