Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

আর্সেনালের ড্র হামজাদের টানা সপ্তম হার

ইনজুরি টাইমে দুই গোল করে লিভারপুলকে জেতান নুনিয়েজ (বামে)। দুই গোলে এগিয়েও ড্র করেছে আর্সেনাল। । ছবি : এক্স
ইনজুরি টাইমে দুই গোল করে লিভারপুলকে জেতান নুনিয়েজ (বামে)। দুই গোলে এগিয়েও ড্র করেছে আর্সেনাল। । ছবি : এক্স
[publishpress_authors_box]

বড় ধাক্কাই খেল প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল। দুই গোলে এগিয়েও অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ সমতায় মাঠ ছেড়েছে তারা।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ৩৫ মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি ও ৫৫ মিনিটে কাই হাভার্টজের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। পিছিয়ে পড়ার পর ৬০ মিনিটে ব্যবধান কমান অ্যাস্টন ভিলার ইউরি টিয়েলেমান্স। ওলি ওয়াটকিন্সের ৬৮ মিনিটের গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে ভিলা।

হামজা চৌধুরীর লেস্টার সিটি ২-০ গোলে ফুলহামের কাছে হেরে লিগের পয়েন্ট তালিকায় এখন ১৯ নম্বরে। এ নিয়ে লিগে টানা ৭ ম্যাচ হারল তারা। শেফিল্ডে যাওয়ার গুঞ্জন থাকা হামজাকে এই ম্যাচের একাদশে তো বটেই, বেঞ্চেও রাখেনি লেস্টার।

ইনজুরি টাইমে জোড়া গোল করে লিভারপুলের নায়ক নুনিয়েজ। ছবি : এক্স

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ইনজুরি টাইমে ডারউইন নুনিয়েজের জোড়া গোলে লিভারপুল ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। অথচ প্রথম ৯০ মিনিটে ৩৫ শট নিয়ে কোন গোল আদায় করতে পারেনি তারা।

 ২১ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র ও ১ হারে লিভারপুলের পয়েন্ট ৫০। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৪, লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। ২২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লেস্টার আছে ১৯ নম্বরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত