বিপিএল নিয়ে এমনিতেই বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহী সময়মতো পারিশ্রমিক না দেওয়ায় অনুশীলন পর্যন্ত বয়কট করেছিলেন খেলোয়াড়রা। এরই মাঝে বিসিবির জটিলতা আরও বাড়ল ক্লাবগুলো প্রথম বিভাগ ক্রিকেট লিগ বয়কট করায়।
প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল শনিবার। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সোমবার থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেটও আপাতত স্থগিত হয়ে গেল তাই।
সমস্যার শুরু নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া থেকে। গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে সিসিডিএম বিলুপ্তি, ক্লাব কোটার কাউন্সিলরশিপ কমিয়ে আনার পাশাপাশি পরিচালনা পরিষদের সদস্যসংখ্যাও কমানোর কথাও বলা হয়েছে।
এই খসড়া বাতিল করতে বিসিবির পরিচালনা পরিষদকে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ এর ব্যানারের ক্লাব প্রতিনিধিরা। এ নিয়ে শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করেন কয়েকজন ক্লাব প্রতিনিধি।
ফারুক আহমেদের সঙ্গে আলোচনা শেষে বের হয়ে ক্রিকেট সংগঠক লুৎফর রহমান বাদল বলেছেন, ‘‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা খেলব না। আমাদের বিপক্ষে করা ষড়যন্ত্র বন্ধ না হলে ক্রিকেটের সঙ্গে থাকব না।’’
সিসিডিএম চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরীও বলতে পারলেন না লিগ শুরু হবে কবে, ‘‘ক্লাব প্রতিনিধিরা কথা বলেছেন বিসিবি সভাপতির সঙ্গে। সমস্যা মিটে গেলে জানানো হবে লিগ শুরুর সময়সূচি।’’
গত ৩১ অক্টোবরে বোর্ড সভায় নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। সেই কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি ও তিনজন আইনজীবী যুক্ত হন। তবে ক্লাব ক্রিকেট নিয়ে গঠনতন্ত্রে সংশোধনী আনার কমিটিতে রাখা হয়নি কোনো ক্লাব প্রতিনিধিকেই।