যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য আয়োজিত কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন স্টিং, রেড হট চিলি পেপারস এবং গ্রিন ডে’র মতো খ্যাতিমান সব ব্যান্ড। আসছে ৩০ জানুয়ারি এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
কনসার্টে আরও পারফর্ম করবে কেটি পেরি, লেডি গাগা, বিলি আইলিশ, ডেভ ম্যাথ্যুস এবং জন মায়ারসহ আরও অনেকে।
এনবিসি নিউজ জানিয়েছে, কনসার্টের টিকেট বিক্রি বুধবার থেকে শুরু হবে। প্রাপ্ত অর্থ স্বল্প ও দীর্ঘমেয়াদে দান করা হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। বিনোদন প্রতিষ্ঠান এইজি এই কন্সার্টের আয়োজক।
লস অ্যাঞ্জেলেস-এর ওই দাবানলে এখন পর্যন্ত ২৭ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।
লস অ্যাঞ্জেলেস এর ফায়ার চিফের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ঘটে যাওয়া এই দাবানল লস অ্যাঞ্জেলেস শহরের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি ব্যাপকভাবে সম্প্রচারের পাশাপাশি শহরের কিছু এএমসি থিয়েটারেও প্রদর্শিত হবে।
জানা গেছে, কনসার্টটি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি অ্যাপ, ম্যাক্স, আইহার্টরেডিও, কেটিএলএ প্লাস, নেটফ্লিক্স/টুডম, প্যারামাউন্ট প্লাস, প্রাইম ভিডিও ও অ্যামাজন মিউজিক চ্যানেল অন টুইচ, সিরিয়াসএক্সএম, স্পটিফাই, সাউন্ডক্লাউড, ভিপস এবং ইউটিউবেও দেখা যাবে।
আয়োজকরা আরও জানিয়েছে, ‘ফায়ারএইড’ শিরোনামের এই কন্সার্টে প্রাপ্ত অর্থ দাতব্য প্রতিষ্ঠান অ্যানেনবার্গ ফাউন্ডেশনের সহায়তায় বিতরণ করা হবে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রাপ্ত অর্থ “স্বল্পমেয়াদী ত্রাণ কার্যক্রম এবং ভবিষ্যতের অগ্নিকাণ্ডের বিপর্যয় রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগে” ব্যয় করা হবে।
টিকিট বিক্রির পাশাপাশি, ফায়ারএইডের ওয়েবসাইটেও অনুদান দেওয়া যাবে।