Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

টানা ২১ বছর গোলের পর বিশ্বকাপ নিয়ে মেসির খোঁচা

২০০৫ সাল থেকে টানা ২১ বছর গোল করলেন মেসি। ছবি : এক্স
২০০৫ সাল থেকে টানা ২১ বছর গোল করলেন মেসি। ছবি : এক্স
[publishpress_authors_box]

মৌসুমের প্রথম ম্যাচটাই গোলে শুরু করলেন লিওনেল মেসি। নতুন কোচ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রীতি ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ সমতার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি।

৩১ মিনিটে ক্লাব আমেরিকার স্ট্রাইকার হেনরি মার্টিন করেছেন গোলটি। ম্যাচের ৩৪তম মিনিটে লুই সুয়ারেসের চিপে কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন লিওনেল মেসি। এটা ২০২৫ সালে তার প্রথম গোল। আর সবমিলিয়ে গোল করলেন টানা ২১ বছর।

ইসরায়েল রেয়েস ৫২ মিনিটে এগিয়ে নেন ক্লাব আমেরিকাকে। ম্যাচের ৬৬তম মিনিটে তুলে নেয়া হয় মেসি-সুয়ারেসসহ প্রথম একাদশের প্রায় সবাইকে। ইনজুরি টাইমে টমাস এভিলসের গোলে ম্যাচে সমতা ফেরে ২-২’এ।

মেক্সিকান দর্শকদের মেসি হাত দিয়ে বোঝান আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে মেক্সিকো পারেনি একটিও! ছবি : এক্স

এরপর অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে টাইব্রেকারে ৩-২’এ জয় পায় মায়ামি। ম্যাচ জুড়ে মেসিকে দুয়ো দিয়ে গিয়েছিলেন মেক্সিকান সমর্থকরা।

এর জবাব দিতে ছাড়েননি মেসি। হাত দিয়ে বোঝান আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে মেক্সিকো পারেনি একটিও!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত