Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

গোবিন্দ আর ইরফান খানের সন্তানেরা এক হচ্ছেন বড় পর্দায়

ইয়াশবর্ধন আহুজা বাবিল খান
[publishpress_authors_box]

বলিউড তারকা গোবিন্দর ছেলে ইয়াশবর্ধন-কে আজকাল বিনোদন দুনিয়ার নানা ইভেন্টে দেখা যাচ্ছে। আর তা নিয়ে বলিউড ভক্তদের যেন উত্তেজনার শেষ নেই। এই যেমন, কিছুদিন আগেই দ্য সবরমতী রিপোর্ট-এর  প্রিমিয়ারেও দেখা গেল তাকে। যেখানে তার উপস্থিতি ভক্তদের মুগ্ধ করেছে। এদিকে এ বছরই মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা। তবে, এই সবকিছুকে ছাপিয়ে বোমা ফাটালো অন্য একটি তথ্য।

ইয়াশবর্ধন আহুজা

এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, “ইয়াশবর্ধন-এর অভিষেক হতে যাওয়া ওই সিনেমায় প্রয়াত ইরফান খানের ছেলে বাবিল খানও নাকি অভিনয় করবেন। সূত্রটি জানিয়েছে, “ইয়াশবর্ধনের অভিষেক চলচ্চিত্রটি বেশ ভালোভাবেই প্রস্তুত হচ্ছে। তবে সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। নির্মাতারা একজন অভিজ্ঞ অভিনেতা খুঁজতে গিয়ে পছন্দ করেছেন বাবিল খানকে। কারণ বাবিল ইতিমধ্যেই কালা এবং দ্য রেলওয়ে ম্যান-এর মতো সিনেমায় তার অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন।”

বাবিল খান

এক সিনেমায় দুই মুখ। ইয়াশবর্ধন আহুজা এবং বাবিল খান। বলিউডে এই দুজনের মুখোমুখি হওয়া সিনেমাপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বেশ আনন্দের।

রোমান্টিক এই সিনেমাটি নির্মাণ করছেন তেলেগু নির্মাতা সাই রাজেশ। যার কাছ থেকে বেবি, হুদায়া কালেয়াম এবং কালার ফটো-এর মতো হিট তেলেগু সিনেমা পেয়েছে দর্শক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত